Sunday 1 January 2012

Eka

Eka

(Banglish version)

lyric and tune: Zia Uddin Zia

S H I R O N A M H I N

Album- Bondho Janala

Raatri klanto, jirno-shirno adho chander alo
Pitch dhala poth kokhono dhushor kokhono ba kalo
Sharata poth jure ami eka
Hente jai akash taarar paane cheye
Neel jochonay smritiro bhire
Hariye jay mon andhare

Andhar raate pothe nemeshe ashe shishirer chaya
Nibhe geche durer kono smritiro maya
Nishshim charpash, kono shara nei
Tobu ek dipti roye geche
Sharata poth jure ami eka....
Jay mon andhare I

Joto duure jete chai nilimar pothe
Aro duure shore jay raater akashe
Chupchap shohore nishshash phele ashi
Ei nnirob batashe

Sharata poth jure ami eka....
Jay mon andhare I

hashimukh

artist: shironamhin

album:jahazi

song:hashimukh

protiti rastay protiti janalay
anondo hashimukh hashimukhe anondo dhara
tumi je acho tai ami pothe hete jai
hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai

rood uthe geche tomader nogorite
alo eshe theme geche tomader janalay
anondo hashimukh chena chena shobkhane
eri majhe cholo mora hariye jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai

hariye jete chai
tomader rastay
......hariye jete chai
......tomader rastay
onek ojana firee shochcho nirobotay
rood uthe geche chena ei nogorite
nagorik janala hashimukhe ekakaaaaaar

anondo utshob chena chena shobkhane
eri majhe amader chute jawa dorkar
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
.....tumi je acho tai ami pothe hete jai
.....hete hete bohudur bohudur jete jai
............tumi je acho tai ami pothe hete jai
............hete hete bohudur bohuduuuuuuuuur....

nicchup adhar

নিশ্চুপ আধার
কথা: ফারহান, জিয়া
সুর: তুষার, জিয়া

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

শুনতে কি পারো তুমি আমার কান্না?
দেখতে কি পারো নিঃস্ব প্রাতে
নিঃসঙ্গ মোর একলা চলা ।

ভাসতে কি পারো তুমি আমার সুরে
বুঝতে কি পারো তুমি আমার কথায়?
মিথ্যার বেসাতিতে তোমার জগৎ ।

র্স্পশ করো তুমি আমার কষ্ট
মেঘদল হতে আনো সূর্য সকাল
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত
মানুষ ভরা খোলা প্রান্তরে,
আর চেয়ে দেখি, তোর খোলা চুলে
ভেসে যায় আমারি স্বপ্নগুলো ।
নিশ্চুপ আধারে ।

তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা
তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট
তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা
তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায়
আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই ।

উড়তে কি পারো বন্ধু আমার?
ধরতে কি পারো তুমি মেঘের জল?
গাইতে কি পারো তুমি আমার গান?

ভাসতে কি পারো তুমি নীল জোছনায়?
শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে?
অচেনা আলোর এক মুক্ত বয়ান ।

ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম?
দেখতে কি পারো তুমি আমার চোখে?
অক্ষম চিৎকারে বাঁচার নেশা

অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ
অতল নরকে সাজো তোমার বাসর
গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

আর্টসেল, অ্যালবাম- অনিকেত প্রান্তর, ট্র্যাক- গন্তব্যহীন

আবার দেখা দেয় আলো
অন্ধকারের থাকে নিজস্ব শরীর
আলোর স্বপ্নগুলো
লেখা আছে হাজার বছরের গায়
আলোর পৃথিবী কোথায়...?


ভাবনার রুদ্ধ ঘরে
একা বসে ভাবি
অন্ধকার দূরের দিকে
খুঁজি তোমাকে


আকাশের শেষে কি থাকে?
কোথায় পড়ে আছে আমার স্বদেশ?
অন্ধ চোখে আলো কি শরীর পায়?
এখানে আমি বিকলাঙ্গ পাথর


তোমার স্বপ্নদৃশে হাঁটছি গন্তব্যহীন
সমাহিত সময়ের রাত্রির নক্ষত্রকে খুঁজি
অসীম শূন্যতায়
এখানে পড়ে থাকে
পাথরের মত স্থবির মানুষ
শেখানো বর্ণনায়


দৃশ্যকে ভাবি পৃথিবী
স্বপ্নকে ভাবি তুমি
মৃত্যুকে মনে হয় গভীর ঘুম
আঁধারকে ঈশ্বর ভাবি


সকল আলোর প্রথম উৎস কি
অনিশ্চিত আঁধারে...?


তোমাকে এঁকেছি প্রতিটি দৃশের রেখাবৃত্তে
তোমার স্বপ্নকে আমি দিয়েছি প্রাণ
আমার স্বপ্নে তোমার করাঘাত


নিজেকে হয়না চেনা আজ
শুধু নেমেছি অতলে
এখানে একা বসে কতকাল
ভীত রাত্রিকে ডেকে দেয়
বীভৎস আমার মুখ
অশরীর আমি
নিজেকে
আজো ভয়...

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...