Monday, 26 December 2011

Guti from Hell(Album-ধ্রুবক,Composer-Bassbaba সুমন,Voice-Bassbaba সুমন & রাফা,Artist-অর্থহীন)

আবার ডাকছি তোমায় আমি

শুনছো কি তুমি?

মাঝরাতের দুঃস্বপ্নগুলো কেমন বল শুনি

অসুস্থ তোমার মগজ হাসি আসেনা আগের মত

নিজের জাল ঘিরে আসে

কাউকে না বলে তোমারই কাছে

এযে তোমারই চালা গুটি

তোমাকেই খোঁজে আজ তোমারই সৃষ্টি

পেছন ফিরে দেখ আসছে কি

চিনতে তুমি পার কি

ফোকলা দাঁতে তোমার হাসি

আজ কেন মলিন?

মাঝরাতের নীল নকশা

কি এখনও বোঝনি

তাড়া করছে আজ তোমায়

গুটি from hell

আবার ডাকছি তোমায় আমি

শুনছো কি তুমি?

মাঝরাতের দুঃস্বপ্নগুলো কেমন বল শুনি

এযে তোমারই চালা গুটি

তোমাকেই খোঁজে আজ তোমারই সৃষ্টি

পেছন ফিরে দেখ আসছে কি

চিনতে তুমি পার কি

ফোকলা দাঁতে তোমার হাসি

আজ কেন মলিন?

মাঝরাতের নীল নকশা

কি এখনও বোঝনি

তাড়া করছে আজ তোমায়

গুটি from hell

পেছন ফিরে দেখ আসছে কি

চিনতে তুমি পার কি

ফোকলা দাঁতে তোমার হাসি

আজ কেন মলিন?

মাঝরাতের নীল নকশা

কি এখনও বোঝনি

তাড়া করছে আজ তোমায়

গুটি from hell


Vocal & Bass-Bassbaba

Vocal-Rafa

Guitar & Key-Shishir

Guitar-Piklu

Drums-Shuvo

Alo Aro Alo(GLAB alumni theme song,Voice & Tune-Bassbaba)

যখন চারিপাশে দেখি শুধুই আধাঁর
যখন স্বপ্ন ভাঙ্গে তোমার  আমার
যখন অমাবশ্যায় দেখি না জোছনা
যখন খুঁজে ফিরি আধাঁরের শেষটা

তখন হঠাৎ করে শৈশব তাকায় ফিরে
তোমার সে কথায় দাঁড়াই উঠে শিখিয়েছিলে যা আমাদের

আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য


যখন মনে বাজে সুরেরই ঝংকার
যখন চোখের দৃষ্টি ফিরে পায় আবার প্রাণ
যখন গান গাই সংগ্রামের ভাঙ্গি ভিত্তি অন্যায়ের
যখন হাতে হাত ধরে দাড়াই বিজয় মিছিলে
তখন মনে পড়ে তোমার সেই আহ্বান
কৈশোরে বলেছিলে গাবো একদিন বিজয়ের গান


আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সে তো তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সবই তোমারই জন্য


আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলো আরো আলো সবই তোমারই জন্য
আলো আরো আলো আজ আমরাই ছড়াবো
আলোয় আলোকিত চারিদিক
সে তো তোমারই জন্য


*******************************
Music Arrange by-Bassbaba & Rafa

Shadhikar(Album- Hurray/Warfaze/Pothchola,Vocal-Sunjoy,Lyric-babna,Tune-Kamal & Masuk)

তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হ্তাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আধাঁর তিমির


তুমি কি দেখেছো দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায় অধিকারের কথা
তুমি কি শুনেছো এ সময়ের চিৎকার
কন্টকে পা বাড়ায় কিসের হ্তাশায়

তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে
তুমি কি জানোনা আকাশের তারারা
নিভে গেলে একে একে সবই আধাঁর তিমির




আমরা তো দেখতে চাই ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা ধৈর্য্যের সুখ
বহুদূর পথ এখনও পড়ে আছে
জমা হওয়া বিষন্নতা ভেঙ্গে সামনে

সীমানা দেখা যায় নতুন আশা জাগায়
হতাশা মুছে যায় নতুন সূর্য লাল
তুমি কি দিয়েছো তোমার ঐ সাথীদের
যারা উপরে তাকায় তোমায় উপর ভেবে


***********************

Vocal-Sunjoy
Guitar-Kamal
Bass-Babna
Key-Russel
Drums-Tipu

***********************
solo-kamal 2:30-3:28


Mukti Chai(Album-Dhun,Vocal-Sunjoy,Lyrics-Kamal,Tune-Fuad & Kamal)

চেয়ে দেখো চারিদিকে চিৎকার
চেয়ে দেখো চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দূর আশায়
বুকে হয়ে গেছে কালো আজ অন্তর
হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখো চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবে
আজ স্থির হয় জীবনের পরাজয়
স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......



চেয়ে দেখো রঞ্জিত রাজপথ
হারিয়েছে তার কত প্রিয়জন
জীবনের সাথে হারানোর আমি দেখি না যে সংগম
দেখি না যে সংগম
কোন দিন হবে সেই তোলপাড়
ফিরে পাব না পাওয়া অধিকার
হতাশার সব কালোছায়া মুছে যাবে আলোর বন্যায়
মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
কোন দিন ও ভাবে না...(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাইনা হতে...(সমাজবদ্ধ)
চাইনা হতে...(সবার মত)
চাইনা হতে...(প্ররচিত)
মুক্তি চাই.......
আর নয়...(মিছে আশা)
আর নয়...(কালোছায়া)
আর নয়...(ভেজা বেড়াল)
মুক্তি চাই.......


কেন মিথ্যার ভারে ভেঙ্গে পড়ে জাতি
কেন শিৎকার করে অবনতি
কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি
কেন চলছে এখানে রাজনীতি


এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......


Vocal-Sunjoy
Guitar-Kamal(Backup vocal)
Guitar/Key-Fuad Ibn Rabbi
Bass-Babna
Drums-Tipu

solo-Kamal 1:35-1:52 & 4:41-4:58

Bicchinno Abeg(Album-Warfaze,Voice-Tushar[guest],Lyrics-Mashuk)

একদিন আমি হেটে চলেছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে না মলিন অহংকার
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে শুধু জোসনার সচ্ছতা

আলোয় আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার
শুনি তবু শুনিনা
বুঝি তবু বুঝিনা
গানের মত গান নিয়ে কেন তাই
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে মহাশুন্যের উদারতা
কোন দিন আমি গাইব সেই গান
যে গানে থাকবে সাগরের গানচিলের ডাক






বন্দী আমি নিজে নিস্তব্ধতায়
কন্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি
ফুলের সুবাস পাই
আলোর দরজা খুলেও কেন খুলিনা
বারবার শুধু ছিটকে পড়ি
অশ্লীল কারাগারে
কি যেন কি পাবার
মোহে...........মোহে
একদিন আমি হেটে চলেছি পথে একা


**********************
Vocal-Tushar(In Dhaka...as a guest vocal)
Guitar-Kamal
Bass-Babna
Key-Russel
Drums-Tipu
**********************

solo#Kamal  3:18-4:16

Jononi(Album-Jibondhara,Vocal,Tune & Lyrics-Babna Karim

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হিরের অলংকারে্র উপরে রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হিরের অলংকারে্র উপরে রূপসী



মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা

চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া




মাগো মাগো মা
এই পৃথিবীর এত আলো
এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা

সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউ এ দামাল হাওয়া
গানচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডুবে সাগরের বুকে

এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

    *************
V/G/B-Babna
G-Kamal
k/G-Fuad
D-Tipu
*************
solo#kamal 1:35-2:14 & 3:07-3:38


Babna in Warfaze's re-union concert

Mounota(Album-Jibondhara,Voice & Lyrics-Babna)

নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারি ছবি  ভাসে যে সারাক্ষন সারাক্ষন
এ মন সারাক্ষন

নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারি ছবি  ভাসে যে সারাক্ষন সারাক্ষন
এ মন সারাক্ষন

মৌনতা আছে র্দ্বীঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এমনে
স্মৃতি আজ শুধু  স্মৃতিকবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

মৌনতা আছে র্দ্বীঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এমনে
স্মৃতি আজ শুধু  স্মৃতিকবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে






মৌনতা আছে র্দ্বীঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এমনে
স্মৃতি আজ শুধু  স্মৃতিকবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে

মৌনতা আছে র্দ্বীঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এমনে
স্মৃতি আজ শুধু  স্মৃতিকবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে


অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন আয়োজন
এ সব আয়োজন

অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন আয়োজন
এ সব আয়োজন

মৌনতা আছে র্দ্বীঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এমনে
স্মৃতি আজ শুধু  স্মৃতিকবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে


****************
G-Kamal
V/B-babna
K-Fuad
D-Tipu

Backup vocal Sunjoy
****************
solo # Kamal 1:29-1:58

Heali(Album-Jibondhara,Vocal-Sunjoy & Babna)

মিথ্যারই বাহনে সোওয়ারী এই জীবন
পারবে কি কুয়াশা্র  পথটাকে পেরোতে

যদি না জানা যায়
মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে
সত্যকে চেনা  এই জীবনে

আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে

যদি না কেউ জানে
আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে


এ যে এক হেয়ালী
যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা
যার নেই কোন সীমা


কে জানে
কে জিতে যাবে... এই খেলাতে
কে জানে
কে হেরে যাবে ....এই খেলাতে



********************
Vocal-Sunjoy
Guitar-Kamal
Vocal/Bass-Babna
Key-Fuad
Drums-Tipu
********************

Solo#Kamal


Omanush(Album-Pothchola,Voice-Mizan,Lyric-Kamal & Kushol,Tune-Oni & Mizan)

শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া তুমি অস্পৃশ্য প্রতিমা
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায় বিষাদ দহন তীব্রতায়
আশা হারিয়ে স্বপ্নহীনতায় আমি আঁকড়ে আঁধার
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছ আমায়


চাইনা তোমায় আমি কখনও আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি ......ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও ...আমার কাছ থেকে
...........................ক্ষমার যোগ্য নও তুমি




তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা আমার চোখে প্রহসন
লোভে গর্হিত সৎ আবয়ব ঘৃণায় নত আয়োজন
তুমি যদি প্রকৃত মানুষ হও আমি অমানুষ হব
তোমার  কৃতকর্ম যদি পুন্য হত আমি পাপ বরণ করব

চাইনা তোমায় আমি কখনও আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি ......ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও ...আমার কাছ থেকে


******************
Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Oni
Key-Shams
Bass-Roger
Drums-Tipu
******************
solo-Oni & Kamal

Obak Valobasha(Album-Obak valobasha,Vocal/Tune/Lyrics-Babna)

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়





সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়


intro-Russel Ali
key-Russel Ali


Russel Ali playing KeyBoard @Warfaze Re-union concert.

Nei Proyojon(Ashamajik,Vocal-Sunjoy,Lyrics & tune-Kamal)

তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন

কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে


দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যথা




দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে

ছেড়ে গেলে তাই বলে কি, বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে  দেখ আমি স্বপ্নে ভরা দু'নয়ন

আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে
*************************
Vocal-Sunjoy
Guitar-Kamal
Guitar-Jewel(Backup Vocal)
Bass-Bassbaba
Key-Fuad Ibne Rabbi
Drums-Tipu
*************************

Solo#Kamal 2:04-2:19


Warfaze in Benson & Hadges Concert,98

Sekhano Bornona(Album-Obak Valobasha,Voice-Sunjoy,Lyrics & Tune-Babna)

এই তো এই নিঝুম রাত
স্বপ্নীল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই  পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই  পৃথিবী
শেখানো বর্ণনা

এই তো এই নিঝুম রাত
স্বপ্নীল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ মাঠ
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই  পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই  পৃথিবী
শেখানো বর্ণনা



এই তো এই  পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই  পৃথিবী
শেখানো বর্ণনা

এই তো এই চেনা পথ
চেনা ঘর আর চেনা রথ
ছকে বাধা নিয়ম
এই পৃথিবী
এই তো আমার ধরন
খুজি শুধু কারণ
সুপ্ত আমার এ মন
এই পৃথিবী

এই তো এই  পৃথিবী
শেখানো দৃষ্টির শেখানো ছবি
এই তো এই  পৃথিবী
শেখানো বর্ণনা

Vocal-Sunjoy
Guitar-Kamal
Guitar/Key-Russel
Bass-Babna
Drums-Tipu

solo-Russel

Bristhi Nemeche(Album-Warfaze,Lyrics,Tune & Voice-Babna)

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত

বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়


স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশেতারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়



বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত


**************************
Vocal & Bass-Babna
Guitar-Kamal
Key-Russel
Drums-Tipu
**************************


Jokhon(Album-Obak Vlobasha,Voice,Tune & Lyrics-Babna)

যখন মেঘের চাদর টেনে
আবছা জেগে জোসনা
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
এক সাথে ভিজছি
যখন সুরুজ দিনের
মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন

যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান

যখন ছায়াঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে  নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাটছি
যখন বাতাসের ঘ্রাণ চমকে থাকে
এক দমকা খুশিতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি

যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন আমি থাকবনা
মনে রেখো আমার এই গান
যখন

**************************
Vocal & Bass-Babna
Guitar-Kamal
Key-Russel
Drums-Tipu
**************************
solo# Kamal 1:34-1:56

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...