Monday, 26 December 2011

Mukti Chai(Album-Dhun,Vocal-Sunjoy,Lyrics-Kamal,Tune-Fuad & Kamal)

চেয়ে দেখো চারিদিকে চিৎকার
চেয়ে দেখো চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দূর আশায়
বুকে হয়ে গেছে কালো আজ অন্তর
হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখো চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবে
আজ স্থির হয় জীবনের পরাজয়
স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......



চেয়ে দেখো রঞ্জিত রাজপথ
হারিয়েছে তার কত প্রিয়জন
জীবনের সাথে হারানোর আমি দেখি না যে সংগম
দেখি না যে সংগম
কোন দিন হবে সেই তোলপাড়
ফিরে পাব না পাওয়া অধিকার
হতাশার সব কালোছায়া মুছে যাবে আলোর বন্যায়
মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
কোন দিন ও ভাবে না...(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাইনা হতে...(সমাজবদ্ধ)
চাইনা হতে...(সবার মত)
চাইনা হতে...(প্ররচিত)
মুক্তি চাই.......
আর নয়...(মিছে আশা)
আর নয়...(কালোছায়া)
আর নয়...(ভেজা বেড়াল)
মুক্তি চাই.......


কেন মিথ্যার ভারে ভেঙ্গে পড়ে জাতি
কেন শিৎকার করে অবনতি
কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি
কেন চলছে এখানে রাজনীতি


এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......


Vocal-Sunjoy
Guitar-Kamal(Backup vocal)
Guitar/Key-Fuad Ibn Rabbi
Bass-Babna
Drums-Tipu

solo-Kamal 1:35-1:52 & 4:41-4:58

2 comments:

  1. লং লিভ কমল ভাই ... হ্যাটস অফ ম্যান... (Y)

    ReplyDelete
  2. only Kamal vai can create this \m/

    ReplyDelete

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...