Monday, 26 December 2011

Omanush(Album-Pothchola,Voice-Mizan,Lyric-Kamal & Kushol,Tune-Oni & Mizan)

শেষ বিকেল আলো আধাঁরি আবছায়া তুমি অস্পৃশ্য প্রতিমা
রোদ পোড়া নীল ধমনী রক্তধারায় বিষাদ দহন তীব্রতায়
আশা হারিয়ে স্বপ্নহীনতায় আমি আঁকড়ে আঁধার
দগ্ধ আঘাতের পরশ তুমি দিয়েছ আমায়


চাইনা তোমায় আমি কখনও আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি ......ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও ...আমার কাছ থেকে
...........................ক্ষমার যোগ্য নও তুমি




তোমার স্বীকৃত মনুষ্যত্ব সদা আমার চোখে প্রহসন
লোভে গর্হিত সৎ আবয়ব ঘৃণায় নত আয়োজন
তুমি যদি প্রকৃত মানুষ হও আমি অমানুষ হব
তোমার  কৃতকর্ম যদি পুন্য হত আমি পাপ বরণ করব

চাইনা তোমায় আমি কখনও আমারই আশে পাশে
ঘৃণা আজন্ম রয়ে যাবে তোমায় তোমায় ভেবে
জ্বলে ছারখার হয়ে যাও তুমি ......ঘৃণার আগুনে পুড়ে
পাবে নাকো ক্ষমা কো্নদিনও ...আমার কাছ থেকে


******************
Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Oni
Key-Shams
Bass-Roger
Drums-Tipu
******************
solo-Oni & Kamal

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...