Showing posts with label tahsan. Show all posts
Showing posts with label tahsan. Show all posts

Friday, 25 November 2016

Bhul Bhalobasha by Tahsan

মাঝে মাঝে এই আমি
অন্য আমি হয়ে যাই
নিজের ছায়া আড়াল করে
অন্য ছায়া ছুতে চাই
জানি এই আবেগ মিথ্যে
ঘুরপাক শুন্য বৃত্তে
ভুল ভালোবাসায় নিজেকে ভাসাই ডুবাই........♫♫

Name: Bhul Bhalobasha
Singer: Tahsan
Lyrics: Robiul Islam Jibon
Music Composer: Arafat Mohsin
Film: IceCream

Tumi acho tai (GP version) by Tahsan

ভোরের আলোয় খুজে ফিরি
প্রণয়েরই মাঝে তুমি
তোমায় ঘেরা স্বপ্নপুরি
আমার লেখা শব্দগুলি
ওহ তুমি কি আমার প্রিয় অভিমান।

তোমায় ভেবে যাই
তোমায় হয়ে যাই
তোমায় খুজে যাই
তুমি আছো তাই.....................।
কথা, সুর এবং গায়কি মিলে বেশ শ্রুতিমধুর গান। নিঃসন্দেহে কম্পোজার নাভেদের বেস্ট কম্পোজিসান। লিরিক্স যিনি লিখেছেন উনার নামও তাহসান। :)
আশা করি শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।
Song: Tumi acho tai (GP version)
singer: Tahsan
composer: Naved
lyrics: Tahsan shuvo

Thursday, 22 October 2015

Chuye dile mon By Tahsan

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki
Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Download : Chuye Dile Mon

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।

Saturday, 31 December 2011

Ghum(ঘুম) By Minar From The Album Aari

শিরোনামঃ ঘুম
কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার
অ্যালবামঃ আড়ি
ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই
কবে আবার আসবে বল দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা
কবে আবার পড়বে মনে নাম না জানা
সেই সে পথের ঠিকানা
ঘুম জড়ানো পথটা ধরে হাঁটছি বহুদূর
আর ক্লান্ত চোখে ক্লান্তিগুলোর অবুঝ কোন সুর
ব্যস্ত শহর বদলে গেছে থমকে আছে সব
আর বদলে যাওয়া ভাবনাগুলোর নিরব কলরব
চার দেয়ালের হাতছানিতে মোহের ভাঙ্গাগড়া
আর রোজ বিকেলের সবটা জুড়ে স্মৃতির পিছুতাড়া
আনমনেতে প্রশ্নগুলোর অলস অভিমান
আর মরচে পড়া হারমনিকায় ভুলের জয়গান

Aro Ektu Dure(আরও একটু দূরে) By Minar/Tahsan From The Album Aari

শিরোনামঃ আরও একটু দূরে
কন্ঠঃ মিনার/তাহসান
কথাঃ মিনার
সুরঃ মিনার/তাহসান
অ্যালবামঃ আড়ি
সঙ্গীতায়োজনঃ তাহসান
আরও একটু দূরে দূরে
কোন পথ হারা সুরে
তুমি এক ভবঘুরে ঘুরবেই
কোন ক্লান্ত দুপুরে
এই ব্যস্ত শহরে
জানি ঘুম ভেঙ্গে ঘরে ফিরবেই
ঐ হাড়কাঁপা শীতে
আর কাঠপোড়া রোদে
জানি ভুল ভরে গানটা গাইবেই
তবু একবার মনে রেখো
যতটাই দূরে থাকো
সেই রাত জাগা ফানুস উড়বেই
জানি অবুঝ মনের কোণে
কোন নিরব প্রহর গুনে
ফেরারী দখিন হাওয়া বইবেই
বোহেমিয়ান এক বিকেলে
আর ভুলের অন্তমিলে
জানি ভালোবাসার হিসেব মিলবেই
ঘাসফড়িং যান উড়ে উড়ে ছন্নছাড়া
কাকডাকা ভোরে স্বপ্নরা দিশেহারা
একদিন জানি বিবাগী বেহায়া বাতাস ডাকবেই

Irsha(ঈর্ষা) By Tahsan From The Album Kothopokothon

শিরোনামঃ ঈর্ষা
কন্ঠঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন
দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জলে পা ভিজিয়ে
কাছে যেতে পারি না
বলতে আজ পারিনা
তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারি না
কাছে টানতে পারি না
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে দেখছো
সূর্যডোবা আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা
আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না
হয়তো দু‘এক ফোটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময় গুলো মোছেনি
তুমি রক্তাক্ত আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো এখনো আমার জীবনে

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...