Friday, 25 November 2016

Tumi acho tai (GP version) by Tahsan

ভোরের আলোয় খুজে ফিরি
প্রণয়েরই মাঝে তুমি
তোমায় ঘেরা স্বপ্নপুরি
আমার লেখা শব্দগুলি
ওহ তুমি কি আমার প্রিয় অভিমান।

তোমায় ভেবে যাই
তোমায় হয়ে যাই
তোমায় খুজে যাই
তুমি আছো তাই.....................।
কথা, সুর এবং গায়কি মিলে বেশ শ্রুতিমধুর গান। নিঃসন্দেহে কম্পোজার নাভেদের বেস্ট কম্পোজিসান। লিরিক্স যিনি লিখেছেন উনার নামও তাহসান। :)
আশা করি শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।
Song: Tumi acho tai (GP version)
singer: Tahsan
composer: Naved
lyrics: Tahsan shuvo

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...