না জানি কপালে তোমার কী আছে তাও বুঝলে না
তিন পোড়াতেও খাঁটি হলে না।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মারিলে
তেমনি মন যেন একজনা।
অনুমানে জানা গেল
চুরাশি ফের পড়িল
আর কবে কী করবি বল
রঙমহলে পরলো হানা।।
দেব-দেবতার বাসনা হয়
মানবজনম লইবার আশায়
লালন কয় সে মানব হয়ে
মানুষের কর্ম করলে না।
.......................................................................
নিঃসন্দেহে লালনের গানের অসাধারণ কভার! গায়ক সুজনকে স্যালুট।
লালনের গান সবসময়ই ভাবনার উদ্রেগ করতে সক্ষম।তাঁর রহস্যময় ভাবনা-চিন্তা নানান রুপ-রস-রঙ্গে নানান গানে এসেছে।
লালন শাহ বাংলা লোকসাহিত্যের এমন এক উজ্জ্বল তারকা যিনি তাঁর গানে অজস্র উপমা ব্যবহার করেছেন। লোকসাহিত্যে তাঁর মত প্রতিভা খুব কমই জন্মেছে।
এই গানটি তেমন কাউকে গাইতে দেখিনি। খুব অপ্রচলিত একটি গান।
অসাধারণ গায়কির সাথে, অসাধারণ ব্যাঞ্জো আপনাদের নিয়ে যাবে বহুকাল আগে জন্ম নেয়া এক সাধক পুরুষের রহস্যময় ভুবনে।
লালন ফকিরের বিচিত্র ভুবনে আপনাদের আমন্ত্রন.........।
Song:Tin Porateo khati hole na (Lalon song)
Singer: Syed Sujan
Banjo: Syed sujan
Mix & master : Syed Sujan
তিন পোড়াতেও খাঁটি হলে না।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মারিলে
তেমনি মন যেন একজনা।
অনুমানে জানা গেল
চুরাশি ফের পড়িল
আর কবে কী করবি বল
রঙমহলে পরলো হানা।।
দেব-দেবতার বাসনা হয়
মানবজনম লইবার আশায়
লালন কয় সে মানব হয়ে
মানুষের কর্ম করলে না।
.......................................................................
নিঃসন্দেহে লালনের গানের অসাধারণ কভার! গায়ক সুজনকে স্যালুট।
লালনের গান সবসময়ই ভাবনার উদ্রেগ করতে সক্ষম।তাঁর রহস্যময় ভাবনা-চিন্তা নানান রুপ-রস-রঙ্গে নানান গানে এসেছে।
লালন শাহ বাংলা লোকসাহিত্যের এমন এক উজ্জ্বল তারকা যিনি তাঁর গানে অজস্র উপমা ব্যবহার করেছেন। লোকসাহিত্যে তাঁর মত প্রতিভা খুব কমই জন্মেছে।
এই গানটি তেমন কাউকে গাইতে দেখিনি। খুব অপ্রচলিত একটি গান।
অসাধারণ গায়কির সাথে, অসাধারণ ব্যাঞ্জো আপনাদের নিয়ে যাবে বহুকাল আগে জন্ম নেয়া এক সাধক পুরুষের রহস্যময় ভুবনে।
লালন ফকিরের বিচিত্র ভুবনে আপনাদের আমন্ত্রন.........।
Song:Tin Porateo khati hole na (Lalon song)
Singer: Syed Sujan
Banjo: Syed sujan
Mix & master : Syed Sujan
No comments:
Post a Comment