Friday, 25 November 2016

Eto prosner chorachori (Rock version) by Adit & Towfique Ahmed

এত প্রশ্নের ছড়াছড়ি
উত্তর কেন মেলেনা
অশ্রু প্লাবনে কেন আগুন জ্বলেনা
এত স্বপ্নের হাতছানি ধরতে সবাই পারেনা
কানামাছি কে জানে
কেন পিছু ছাড়ে না
লাভ কিছু ঘটে যায় কার ইশারায়
রক্তের হলি খেলা কার ইশারায়
জীবনটা এলোমেলো কার ইশারায়
চারিদিকে হায় হায় কার ইশারায়
হে মহান শক্তিমান! তোমার কাছে চাই পরিত্রান!
হে মহান শক্তিমান! ঝড়ের আঘাতে জ্বালাও প্রান!

.................................................................................
Song: Eto prosner chorachori (Rock version)
Singer: Adit & Towfique Ahmed

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...