Friday, 25 November 2016

zabar bela by sotta

যাবার বেলা শোনাবো না
বিদায়ের বিরহ কথা
আজ বিকেলটাকেও হতে দেবো না মলিন,
বুঝতে দেবো না শূণ্যতা ।
মনে আছো মনে-ই রবে
শুভকামনা তোমাকে
যেখানেই যাও জানি রোমন্থন করবে ।
বেলা শেষে শতরঙা আকাশ
হাজার তাঁরার আবেশ
তুমি জোছনা হয়ে আলো ছড়িয়ে
এখানেই জানি ভিড়বে ।
গানঃ যাবার বেলা
ব্যান্ডঃ সত্তা
ভোকালঃ আতিক মাহমুদ

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...