যাবার বেলা শোনাবো না
বিদায়ের বিরহ কথা
আজ বিকেলটাকেও হতে দেবো না মলিন,
বুঝতে দেবো না শূণ্যতা ।
মনে আছো মনে-ই রবে
শুভকামনা তোমাকে
যেখানেই যাও জানি রোমন্থন করবে ।
বেলা শেষে শতরঙা আকাশ
হাজার তাঁরার আবেশ
তুমি জোছনা হয়ে আলো ছড়িয়ে
এখানেই জানি ভিড়বে ।
গানঃ যাবার বেলা
ব্যান্ডঃ সত্তা
ভোকালঃ আতিক মাহমুদ
বিদায়ের বিরহ কথা
আজ বিকেলটাকেও হতে দেবো না মলিন,
বুঝতে দেবো না শূণ্যতা ।
মনে আছো মনে-ই রবে
শুভকামনা তোমাকে
যেখানেই যাও জানি রোমন্থন করবে ।
বেলা শেষে শতরঙা আকাশ
হাজার তাঁরার আবেশ
তুমি জোছনা হয়ে আলো ছড়িয়ে
এখানেই জানি ভিড়বে ।
গানঃ যাবার বেলা
ব্যান্ডঃ সত্তা
ভোকালঃ আতিক মাহমুদ
No comments:
Post a Comment