Sunday 18 March 2012

Amader Gaan(Album-Shopno Gulo Tumar Moto,Voice-Bassbaba,Artist-Sumon)

দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার র্স্পশ মাখো

ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে
লাটাই নিয়ে খেলো
অনেক গুলো কথার পরেও আমার কথাই বলো
তুমি আমার সাথেই চলো
তুমি আমার আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো

লা লা লালা
লা লা লালা

যত বারই ভাববে তুমি
পালিয়ে সরে যাবে
অনেক গুলো পথের পরেও আমার দেখাই পাবে
তুমি আমার সাথেই রবে
তুমি আমার কথাই কবে
তুমি আমার সাথেই রবে




দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো


ekta chad cara rat

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।

খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা

amar sathe ay by cryptic fate

গানঃ আমার সাথে আয়, অ্যালবাম: শ্রেষ্ঠ
cryptic fate


 
প্রথম যেদিন তোকে দেখি আমার মন ভরে গেছে
সারাক্ষন ইচ্ছে করে তোর সাথে থাকতে
ধারনা ছিল নিজেকে নিয়ে সারাটি জীবন ব্যস্ত রব
ধারনা ছিল আমার মনের মিল কখনো খুজে না পাবো

তোকে যখন খুজে পেলাম আমি
মনে সেদিন থেকে সবই রঙীন
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

তুই আর আমি যখন একই সাথে
বিশ্বটাকে তখন ঠিকই লাগে
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্ট আমি করব।

তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব।
তুই শুধূ আমার সাথে আয়, আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।

আমার সাথে আয় আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়।(২)

dak diecen doyal amare by andru kishore

শিরোনামঃ ডাক দিয়াছেন দয়াল আমারে
শিল্পীঃ এ্যান্ড্রু কিশোর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

hoi hoi kando by james

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভর পুর যাত্রাপালা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পাল হবে দেখে যা দেখে যা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবার
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ

রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা

বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা

ki kori ami by band bangla

শিরোনামঃ কি করি আমি
ব্যান্ডঃ বাংলা
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়
গীতিকারঃ শচীন দেব বর্মন

বৃন্দাবনের মধুবনে এখন কোনো মধু নাই
বৃন্দাবনের যত মধু নিয়ে গেলেন রাই গো রাই
ব্রজেশ্বরীরাই কিশোরী, আইনা দে আইনা দে রে
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

বল রে সুবল বল দাদা
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

আমি দোষ দিব না কাউরে
দোষ দিয়া কি হবে রে
কপালে যা লেখন ছিল তাইতো ফলে গেলোরে
ব্রজেশ্বরীরাই কিশোরী, আইনা দে আইনা দে রে
কি করি আমি, কি করি আমি
কি করি আমি, কি করি আমি.........

amra golam by BanglA MentaLz

কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে?
BanglaMentalZ র্যাপ
ছাড়তেসে খাঁটি বাংলাতে!
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা তিন দিক
দিয়ে বাংলাদেশ
ভারতে ঘেরা সাবধানে থাইকো বাঙ্গালী খুব খারাপ
ওরা গুলি খাইবা ক্রস করলে কাঁটাতারের বেঁড়া...
বিশ্বসভায় ভারত এখন মহাশক্তিধর বাংলাদেশের
নীতি একটাই জ্বী হুজুর হুজুর কর মুম্বাই, চেন্নাই,
দিল্লী সব আধুনিক শহর
সেখানে জ্যামে পইরা থাইমা আমগো ঢাকা শহর...
সব জায়গায় সব ক্ষেত্রে ওরা আগায় আর
আমরা পিছাই আমরা ভাষনটা দেই চরম,
আড্ডাতে ঝড় উঠাই হিন্দি ভাল্লাগেনা কথাটা বার
বার বইলা যাই এক লাখ টাকার টিকিট কিন্না শাহরুখ
খান নাইট দেখতে যাই...
ফ্রীতে ট্রানজিট দিয়া দিলাম, বদলে কিছু পাইলাম
না তিস্তা, ফারাক্কা বাঁধের কোন সমাধান হইল
না ওদের দিয়া দিলাম সবই, পানিটাও পাইলাম
না এইসব দেইখা mentalZ হওয়া ছাড়া উপায়
থাকে না...
কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে? BanglA
MentalZ র্যাপ ছাড়তেসে খাঁটি বাংলাতে!
দেখ হলিউড বলিউড মিলে মিশে একাকার আমার
ঢালিউডে পাইরেছি আর অশ্লীলতার বাহার
আমগো সবার রক্তে মিশে গেছে হিন্দি কালচার
কিন্তু,
খুবই সমৃদ্ধ সংস্কৃতি আছে এই বাংলা মাতার...
আমরা সব জায়গায় খালি ওদের কপি করি এদেশে কেন
বাজবে তেরি মেরি মেরি তেরি? গুলশান
বনানি থেইকা খিঁলগাও বস্তিতে হিন্দি গান কেন
বাজে হাছন লালনের দেশেতে?
ওদের তোষামোদি ছাড়া আমরা কিছু
পারি না ফ্রীতে গ্যাস দেই ওদের আর আমরা গ্যাস
পাইনা বাঙ্গালী স্বত্তা কেন আমাদের জাগ্রত
হয়না? স্বাধীন জাতি আমরা নামে শুধু, কামে কিছু না
সনি, জি টিভি কেন চলে সবার ঘরেতে?
বাংলাদেশি চ্যানেল কেন চলে না ইন্ডিয়াতে?
ওরা দেখে আমাদের গোলামের
দৃষ্টিতে জানিনা কবে জ্বলে উঠবো আমরা আপন
শক্তিতে??
কেন জমি চাষ হয়না তিস্তার পানিতে? কেন
সীমান্তে মানুষ মরে বিএসএফ এর গুলিতে? কেন
ইন্ডিয়ার গোলামী করি সব জায়গাতে? BanglA
MentalZ র্যাপ ছাড়তেসে খাঁটি বাংলাতে!
বাংলাদেশ!
৪০ বছর হছে স্বাধীন হইছ বাংলাদেশ!
এখনওস্বাধীনতা কি বুঝলা না বাংলাদেশ!
ইন্ডিয়ার গোলামী থেইকা এখনও নিস্তার
পাইলা না বাংলাদেশ!
আগে ছিলা পাকিস্তান বাংলাদেশ!
এখন হইছ হিন্দুস্তান বাংলাদেশ!
কী আর কমু তোমার কথা বাংলাদেশ!!!
এ জাতি হবার চেয়ে না হওয়াই ছিলো ভালো

spragan lyrics


কথা - তৌফিক আহমেদ (র‍্যাপ অংশ) ও আবদার রহমান (কোরাস)

শান্তি মেলেনা বাঁধা অবিরত, কান্না শুধু আজ আসে অহরহ, ঘুম আসেনা- ঘূণ ধরা এ শহর আরো কাঁদাও, জন্মাও তোমার গভীরে তাই, জেগে আছি দুর্ভাবনার আলোহীণ বাস্তবতায়।

সুপ্রিয় শ্রোতামন্ডলী, দেশ ও জাতি বহুকাল ধরে র‍্যাপ সংগীত শুনে আসছেন- বিগত পাচ/সাত বছর! ও মাইয়া কোমর দোলা, আমার কাছে আয় সুন্দরী গোত্রয়ী, কাইটা ফ্যালামু মাইরা ফ্যালামু এবং জাবর কাটা সংক্রান্ত সৃষ্টি গুচ্ছ।উফ চলনা, চলনা যাই ধানমন্ডি, গুলশান, বানানী। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তোমাদের দর্শন কে জানাই সালাম! আর এদিকে আমিও চলছি আমার রীতিতে, বিশ্বাস করি- র‍্যাপ বা ক্ষ্যাপাগান যাই বলি তার জন্ম আর কোথাওনা বাউলেরই আখড়ায় !

Right so this time Adit bhai a.K.a Mr. Fatman and Ck TOFF.. presenting.. ক্ষ্যাপাগান

অজৈব ফন্দি ফিকির তামাশা, কালো টাকারই যিকির হতাশা! ভোটটা আবার তাকেই দিলাম আজব রীতি বিধির, নোটটা নিঃশব্দে পকেটে দেখিয়ে ভয়ভীতি, নগদে গরজে মেঘ ঘন বরষা, আমার সন্তান সুখে প্রবাসে টাকা খাচ্ছি সহসা, অতিশয় কাবু পীঞ্জরে বাংলা শব্দমালা, কলমের কালি ফুরিয়ে অনুভূতি শুধু ভেলা, আমি নিস্তেজ প্রতিবন্ধি শুধু পেয়েছি অবহেলা, বিপ্লবের স্বাদ পেয়েছি তাই হয়েছি ঘর ছাড়া, পুস্তক ভারে চলতে নাজুক স্কুল গামী শিশু, পালায় পালায় বদল ইতিহাস হায়রে একাত্তরের যীশু, ইসলামকে আঁকড়ে ধরি নেশা বানিয়ে ব্যবসা করি, নিজ খুশীতে ফতোয়া গড়ি লাগছে হাল্কা সুড়সুড়ি, মুক্তিযোদ্ধারা আজ বঞ্চিত মারছ তাদের পিষে - দ্যাখো বীরদর্পে পাকি দোসর নোংরা হাসি হাসে। তোমাদের আইনত অনর্থক ঘোচেনি দারিদ্র, শিক্ষিত বেকার ক্যানো কালোপথে রাজত্ব, ধরছে জাপটে নিজ লাভটা খুজছে নিজের দেশ দাবি সবার তাই রক্ত স্রোতে ভাসছে, পাগলটা তো ডাস্টবিনে বাসি খাবার খুজছে, শক্তি যার দুনিয়া তার যার আছে সে শুধু বাঁচবে । কি অস্বীকার করবে সবের গোড়ায় নোংরা রাজনীতি -রক্তে লাল রাজপথ ওই নষ্টা মূলনীতি, ছিন্নমূল সহযোদ্ধা বস্তিতেই খজে সম্বল, আমারাতো পাঁচ বেলা খাই আমাদের তাও পেতে অম্বল, রেললাইনে ঘুমায় শিশু কোটিপতির শেষ নেই, ধণতন্ত্র স্বাগতম গণতন্ত্রের লেশ নেই, সবিইতো ধোঁয়াটে মিশ্রবোধে পচচ্ছে, পিলখানার রহস্য ঘনীভূত হচ্ছে। ক্ষ্যাপাগানই থাকবে, ক্ষ্যাপাগানই বাজবে, সত্যবাণী দিয়ে যাবে ক্ষ্যাপাগানই জিতবে, সুস্থ মস্তিষ্কে অসুস্থ পরিবেশে অতৃপ্ত আত্মকথন ইতি টানি পরিশেষে.

মিউজিক - অদিত
কণ্ঠ - অদিত ও তৌফিক
অ্যালবাম - ফ্যনম্যাঞ্জ ইঙ্ক

ferari mon by sreya ghosal

শিরোনামঃ ফেরারি মন
কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়
কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ
সুরঃ শান্তনু মৌত্র
মুভিঃ অন্তহীন

আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙ্গিন নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার পলাশের বন আহা
অগোছালো ঘর খড়কুটোময় চিলেকোঠা কোণ আহা হা হা আহা (২)

কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেনসিল জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায় আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনা শোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজো আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

Fuad Ft Mouri Runaway

Say it's true, there's nothing like me and you
I'm not alone, tell me you feel it too

And I would run away
I would run away, yeah..., yeah
I would run away
I would run away with you

Cause I am falling in love with you
No never I'm never gonna stop
Falling in love with you

Close the door, lay down upon the floor
And by candlelight, make love to me through the night
(through the night, through the night...)

Cause I have run away
I have run away, yeah..., yeah
I have run away, run away
I have run away with you

Cause I am falling in love (falling in love) with you
No never I'm never gonna stop
Falling in love with you...
With you...

And I would runaway
I would runaway, yeah..., yeah
I would runaway (runaway)
I would runaway with you

Cause I am falling in love (falling in love) with you
No never I'm never gonna stop
Falling in love with you...

Falling in love (falling in love) with you
No never I'm never gonna stop falling in love with you

With you, my love, with you...
na ni na ni na na...
(With you, with you, with you, with you)

porichoy by shironamhin

শিরোনামঃ পরিচয়
কন্ঠঃ তুহিন
কথাঃ তুহিন
সুরঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা



দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়......

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা......
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়......
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়.........
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়.........

bangladesh by maksud

শিরোনামঃ বাংলাদেশ '৯৫
কথাঃ মাকসুদ
কন্ঠঃ মাকসুদ
অ্যালবামঃ প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
ব্যান্ডঃ মাকসুদ ও ঢাকা




নিজের দেশ.. হতে পারে এই গরিবের দেশ.. হতে পারে অবহেলিতের দেশ...
তবু যে আমার বাংলাদেশ...
সবুজ দেশে.. লাল টকটকে.. সূর্য উঠে... দোয়েল কোয়েলের গানের সুরে...
ভোরে আমার ঘুম ভাঙ্গে
বাংলাদেশ.. মা'গো যখন আমি তোমার কোলে.. মনে পড়ে কানে বলেছিলে
এদেশ তোমার দেশ ভালবাসার বাংলাদেশ
ধরে রেখো বুকের রক্ত ঢেলে সোনার দেশ
শত্রুর প্রলোভনে বিকীওনা ধরণীকে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

নিজের দেশ... এ আমার দুঃখিনী মায়ের দেশ
এ আমার নিপীড়িতের দেশ
তবু যে আমার বাংলাদেশ...

পুকুর পাড়ে.. পদ্ম ফুল আমি ফুটতে দেখে বিনার তারে শুনি বাউল সুরে ওই
ধন্য আমার জন্মকে
বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা এ বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনী মাগো তুমি ঘুমাও নির্ভয়ে

sagotom prithibi icc theme song

শিরোনামঃ স্বাগতম পৃথিবী
কথাঃ জুলফিকার রাসেল
কন্ঠঃ ইবরার টিপু, অর্নব, বালাম, এলিটা, মিলা, কনা
সুর ও সঙ্গীতঃ ইবরার টিপু

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে(২)

জয় দেখেছি প্রথম যেদিন
ভয় গিয়েছি ভুলে
জয় দেখেছি একুশ যেদিন
এলো মাথা তুলে

জয় দেখেছি সূর্য ওঠা
একাত্তুরের দিনে.......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

আমার আছে দিগ্বিজয়ী
দীর্ঘ সাগর তীর
আকাশ ছুঁয়ে ঠায় দাঁড়িয়ে
সুন্দরীর প্রাচীর(২)

জয়ের নেশা বাংলাদেশের
হৃদয় গহীনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

সূর্য নিয়ে উড়ছে সবুজ
অবাক মানুষজন
কে শোনেনি আমার দেশের
বাঘের গর্জন(২)

লাল সবুজের এই পতাকা
যাচ্ছে নতুন দিনে......

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

I witness victory today
We let go fear
I witness victory with Ekush
Proudly appears
I witness victory in the
Sunny days of 1971

O World, It's time
Let Bangladesh be known
O World, on this day
Accept our invitation

O World, it's time
Let Bangladesh be known
O world, it's time
Let our Cricket be known

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী এবার এসে
সবুজ দেশের ক্রিকেট নাও চিনে

ও পৃথিবী এবার এসে
বাংলাদেশ নাও চিনে
ও পৃথিবী তোমায় জানাই
স্বাগতম এই দিনে

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...