Sunday, 18 March 2012

ekta chad cara rat

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটু স্নেহ, একটু আদর
একটু তোমার মায়া,
পাইনি মাগো অনেক বছর
তোমার আচঁল ছাঁয়া। (২)
মাগো মা, মাগো মা,
তোমার কাছে আসার
সকল বাধা এবার তোলনা।
মাগো মা, মাগো মা, মাগো মা।

খাচাঁর পাখি খাচাঁয় বসে
দুরের আকাশ দেখে,
কেমন করে ঘুমাও মাগো
আমায় একা রেখে। (২)
মাগো মা, মাগো মা
তোমার চরণ ধূলা নেবার আশা
পূর্ণ হল না।
মাগো মা, মাগো মা, মাগো মা।

একটা চাদঁ ছাড়া রাত
আধাঁর কালো,
মায়ের মমতা ছাড়া
কে থাকে ভাল?

মাগো মা, মাগো মা
তুমি চোখের এত কাছে থেকেও
দূরে কেন বলনা?
মাগো মা, মাগো মা, মাগো মা

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...