Sunday, 18 March 2012

Amader Gaan(Album-Shopno Gulo Tumar Moto,Voice-Bassbaba,Artist-Sumon)

দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো
তুমি আমার র্স্পশ মাখো

ভাবনা ঘুড়ি উড়িয়ে দিয়ে
লাটাই নিয়ে খেলো
অনেক গুলো কথার পরেও আমার কথাই বলো
তুমি আমার সাথেই চলো
তুমি আমার আমার কথাই বলো
তুমি আমার সাথে চলো

লা লা লালা
লা লা লালা

যত বারই ভাববে তুমি
পালিয়ে সরে যাবে
অনেক গুলো পথের পরেও আমার দেখাই পাবে
তুমি আমার সাথেই রবে
তুমি আমার কথাই কবে
তুমি আমার সাথেই রবে




দেখছো যখন আকাশটাকে
ভালো করেই দেখো
ঘাসের মাঝে শিশির কণায় স্বপ্ন ভিজিয়ে রাখো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো
তুমি আমার ছবি আঁকো

ভাবছো যখন নিজের কথাই
ভালো করেই ভাবো
আগামীর সুবাতাসে আমার র্স্পশ মাখো
তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো

তুমি আমার আদর রাখো
আমায় বুকে নিয়ে থাকো


No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...