Sunday, 25 March 2012

kicukkhon by hyder hossain

একটু মিনতি
রাখো মোর নয়নে নয়ন
কিছুক্ষণ !
এলো বিদায়ের তিথি
তাই এই মিনতি
কিছুক্ষণ ...

মধুময় এই নয়নের মায়ায়
তোমাতে আমাতে যে কথা হয়
রয়ে যাবে স্মৃতি,
হয়ে হারানো দিনের গীতি !
কিছুক্ষণ ...

গেয়ো গান
কথা আর সুরে
মনের প্রীতিটুকু নিয়ে
না পাওয়ার বেদনায় জাগবে যখন রাতি
কিছুক্ষণ ...
এলো বিদায়ের তিথি
তাই এই মিনতি
কিছুক্ষণ ...

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...