Wednesday 29 June 2016

nikristo 3 - ক্যান্সারের নিশিকাব্য Bassbaba Sumon

তুমি মরে গেলেও থামবো না আমি !!!
. . . খানকী মাগী এখন থামো মিথ্যে কান্না অনেক হল কি লিখব জানিনা,
কি গাইব ভাবিনা দুই পয়সার হ্যোর তোমায় আমি চুদি না ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তোমার চোখে রঙিন চশমা পৃথিবীটা ছিল মিথ্যে কান্না আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে হয়েছিল কবর মাটির বিছানা ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে !! তুমি নিকৃষ্ট !! হেয় খানকি মাগী যাচ্ছো কোথায় আমার কথা শেষ হয় নাই তুমি মরলেও থামবো না আমি দাঁড়িয়ে থাকবো কবরের পাশে যেদিন রাত্রে জোছনা উঠবে ঘৃণায় ভিজবে তুমি মোর বির্য দিয়ে কারণ তুমি অমানুষ, ওয়াক থু, তুমি অমানুষ তুমি নিকৃষ্ট !! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে !! তুমি নিকৃষ্ট !! তুমি মানে মগজ পচন তুমি মানে কাপুরুষের ধর্ষণ তুমি মানে বিকলাঙ্গ তুমি মানে পচে যাওয়া রক্ত তুমি মানে মগজ নষ্ট তুমি মানে অন্ধের কষ্ট তুমি মানে পথভ্রষ্ট তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে .... নিকৃষ্ট তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে !! তুমি নিকৃষ্ট !!
ওয়াক থু !!

বিচরণ (Album-ক্যানসারের নিশিকাব্য,Word & Tune-Bassbaba)

তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে?
আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে!
 চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে!
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
 জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছ বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?
 ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে?
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে!
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
 ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষিনি  আমি
মোর বিচরণ অন্যখানে
 সবকিছুই আজ বেশি বেশি?
চামচা দ্বারা মুখটা খোলে?
একবারও কি মাথায় আসে?
"কোথায় ছিলে?" "কোথায় যাবে?"
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ভেঙে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...