Tuesday, 28 June 2016

নীল পাহাড়ের গায়ে from ক্যান্সারের নিশিকাব্য

রাতটা আমার থমকে দাঁড়ায় করুণ কণ্ঠস্বরে
চারিপাশের সব কিছু আজ অন্যরকম লাগে ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি পাই না খুজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি
ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি
নেই যে সেথায় কান্নাগুলো আছে শুধুই হাসি
হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে
মনে রেখো থাকবে তুমি আমার নতুন গানে
তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে
ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শুনাবো বলে
গাইবো এই গান নতুন সুরে তোমার হাতটি ধরে হঠাৎ করেই বাস্তবতা পিছন থেকে ডাকে শুন্য  চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে
তোমার দেহ পূড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে
Vocal-Bassbaba Piano-Shishir Violin-Zahed (Guest)
Flute-Bakhtiar(Guest)

চাইতে পারো ৩ - you have to bujhte hobe

হও তুমি যতই সুন্দরী
ফেসবুকে লাইক কাড়ি কাড়ি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে?
আমি কি এতো সস্তা নাকি?
নাকি তোমার মামার বাড়ি
আটা ময়দা মাখা সেল্ফি
জাতে উঠতে অনেক দেরী...

অদ্ভূত সেই ছেলেগুলোর গল্প

একটা সময় চারিপাশ ছিলো অনেক রঙিন
হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তো সবই
সব কিছুকে শূণ্য করে চলে গেলে তুমি
.
এখন কোনো গান আসেনা
ইচ্ছে করে খালি
অদ্ভূত সেই ছেলের মতো
দেশটা দেবো পাড়ি
হয়তো কোনো বনের মাঝে খুজে পাবো তাকে
গিটার আর হারমোনিকার মাতাল সুরের মাঝে..
.
অদ্ভুত সেই ছেলেটা
একাই হাটতো জোছনায়...

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...