রাতটা আমার থমকে দাঁড়ায় করুণ কণ্ঠস্বরে
চারিপাশের সব কিছু আজ অন্যরকম লাগে ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি পাই না খুজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি
ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি
নেই যে সেথায় কান্নাগুলো আছে শুধুই হাসি
হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে
মনে রেখো থাকবে তুমি আমার নতুন গানে
তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে
ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শুনাবো বলে
গাইবো এই গান নতুন সুরে তোমার হাতটি ধরে হঠাৎ করেই বাস্তবতা পিছন থেকে ডাকে শুন্য চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে
তোমার দেহ পূড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে
Vocal-Bassbaba Piano-Shishir Violin-Zahed (Guest)
Flute-Bakhtiar(Guest)