Friday, 13 January 2012

Nirbashon(Vocal-Sunjoy,Tune-Russell,Word-Babna & Bappy

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিধর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

সেই তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাকেঁ
এলোমেলো এই পাথর পথে
হাঁটছি এখন স্মৃতি পাতায় একা
অন্যভুবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা

Voice-Sunjoy
Keyboard-Russell Ali
Drums-Tipu

Alo(Album-Alo,Voice-Mizan,Tune- Word-Hasan Imtiaz Sumon)

কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারাকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
এ রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি

আলো আরো আলো
আঁধার ঘনালো

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়........ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়

যা কিছু সব আঁকা হয়
তবু সে মুখ আসে না যে মায়ায়
আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

আমার এই প্রাণ বৃথাই
উড়ে বেড়ায় তোমারই ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার
সাঁঝের মেঘ ভেসে যায়....ভেসে যায়
আমি জেনেছি যে হায় শিশুর মত হতে হয়....সরল হয়
আমি বুঝেছি যে হায় শিশুর মত হতে হয়.....সরল হয়



আসলে এরকম কোন মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এই ধরায়

Vocal-Mizan
Guitar-Kamal
Guitar-Balam
Key-Shams
Bass-Biju
Drums-Tipu

solo#Kamal

Mukti Chai(Album-Dhun,Vocal-Sunjoy,Lyrics-Kamal,Tune-Fuad & Kamal)

চেয়ে দেখো চারিদিকে চিৎকার
চেয়ে দেখো চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দূর আশায়
বুকে হয়ে গেছে কালো আজ অন্তর
হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখো চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবে
আজ স্থির হয় জীবনের পরাজয়
স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......



চেয়ে দেখো রঞ্জিত রাজপথ
হারিয়েছে তার কত প্রিয়জন
জীবনের সাথে হারানোর আমি দেখি না যে সংগম
দেখি না যে সংগম
কোন দিন হবে সেই তোলপাড়
ফিরে পাব না পাওয়া অধিকার
হতাশার সব কালোছায়া মুছে যাবে আলোর বন্যায়
মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
কোন দিন ও ভাবে না...(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাইনা হতে...(সমাজবদ্ধ)
চাইনা হতে...(সবার মত)
চাইনা হতে...(প্ররচিত)
মুক্তি চাই.......
আর নয়...(মিছে আশা)
আর নয়...(কালোছায়া)
আর নয়...(ভেজা বেড়াল)
মুক্তি চাই.......


কেন মিথ্যার ভারে ভেঙ্গে পড়ে জাতি
কেন শিৎকার করে অবনতি
কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি
কেন চলছে এখানে রাজনীতি


এই সমাজের প্রভুরা..(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা....(ওদেরকে)
এই সমাজের প্রভুরা
কেনো এই ধ্বংস্বলীলা
চাইনা হতে...(নিপিড়ীত)
চাইনা হতে...(প্রতারিত)
চাইনা হতে...(আশাহত)
মুক্তি চাই.......
আর নয়...(বিষন্নতা)
আর নয়...(প্রবঞ্চনা)
আর নয়...(দারিদ্রতা)
মুক্তি চাই.......


Vocal-Sunjoy
Guitar-Kamal(Backup vocal)
Guitar/Key-Fuad Ibn Rabbi
Bass-Babna
Drums-Tipu

solo-Kamal 1:35-1:52 & 4:41-4:58

Boka Manushta(Album-Boka Manushta,Voice & Tune-Bassbaba)

উড়ে যায় পাখিটা দূরে বহূ দূরে
যেখানে নেই আমার ছায়া কোনখানে
পিছন সে ফেরে না কিসের যে ভয়ে
হারিয়ে যাছে সে যে ঐ দূর নীল আকাশে

বোকারই মত আমি যে শুধু
বসে থাকি সারা জীবন ধরে
খালি খাচাঁটায় পরছে ধূলো
গাইছি তবু একই সুরের গান এখনো

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও যে গায় গানটা একই সুরে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে



Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...