উড়ে যায় পাখিটা দূরে বহূ দূরে
যেখানে নেই আমার ছায়া কোনখানে
পিছন সে ফেরে না কিসের যে ভয়ে
হারিয়ে যাছে সে যে ঐ দূর নীল আকাশে
বোকারই মত আমি যে শুধু
বসে থাকি সারা জীবন ধরে
খালি খাচাঁটায় পরছে ধূলো
গাইছি তবু একই সুরের গান এখনো
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও যে গায় গানটা একই সুরে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
যেখানে নেই আমার ছায়া কোনখানে
পিছন সে ফেরে না কিসের যে ভয়ে
হারিয়ে যাছে সে যে ঐ দূর নীল আকাশে
বোকারই মত আমি যে শুধু
বসে থাকি সারা জীবন ধরে
খালি খাচাঁটায় পরছে ধূলো
গাইছি তবু একই সুরের গান এখনো
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও যে গায় গানটা একই সুরে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে
বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে
No comments:
Post a Comment