Friday, 13 January 2012

Boka Manushta(Album-Boka Manushta,Voice & Tune-Bassbaba)

উড়ে যায় পাখিটা দূরে বহূ দূরে
যেখানে নেই আমার ছায়া কোনখানে
পিছন সে ফেরে না কিসের যে ভয়ে
হারিয়ে যাছে সে যে ঐ দূর নীল আকাশে

বোকারই মত আমি যে শুধু
বসে থাকি সারা জীবন ধরে
খালি খাচাঁটায় পরছে ধূলো
গাইছি তবু একই সুরের গান এখনো

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও যে গায় গানটা একই সুরে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও সে যে হাসে

বোকা মানুষটা কাচাঁ পাকা চুলে
তবুও হাসে তবুও  যে হাসে



No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...