Monday, 3 April 2017

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার
কেন ভাব সে ঘোর কাটবেনা আর
যতই স্রোতের হোক সে নদী অপার
আমাদের থেকে জোর কে পারে সাঁতার
তফাৎ অনেক আছে জানি আছে দূরত্ব
প্রমান তো ভাই করেছি আগেও সব থেকে সত্য
সবাই আমরা এক রকম না
সব মিলে তবু এক
আবার যখন ডাক এসেছে
পথেই নেমে দেখ...
ডাক এসেছে শোনো
এক সুরে আজ আওয়াজ উঠাও
এক পতাকা তোল.....................♪♫♪
এক পতাকা তোল (Robi Music Anthem)

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...