আজ এই দিনের শেষে, তুমি এলে ভীনদেশে
হলুদ আলোর খোজে, নীল ধূসর এই দেশে
তাই দিন হোক বা হোক রাত
জন্মান্তরের এই সংঘাত
বিচারাধীন শেষ রাতের ঋন
রুপকথা অপরাধ
কোন কর্মা লিখেছে
তোমার আমার ফিরে আসার রাস্তায়
ফিরে চাওয়ার শত ঠিকানায়
ফিরে পাওয়ার শেষবার দেখায়
ধীরে আসা ভীরু ভবিষ্যত
নিয়ে শপথ বেছে নেয়া পথে
এই সেই কর্মা............এই সেই কর্মা......।
Monday, 3 April 2017
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment