Monday, 3 April 2017

Karma by Koushik

আজ এই দিনের শেষে, তুমি এলে ভীনদেশে
হলুদ আলোর খোজে, নীল ধূসর এই দেশে
তাই দিন হোক বা হোক রাত
জন্মান্তরের এই সংঘাত
বিচারাধীন শেষ রাতের ঋন
রুপকথা অপরাধ
কোন কর্মা লিখেছে
তোমার আমার ফিরে আসার রাস্তায়
ফিরে চাওয়ার শত ঠিকানায়
ফিরে পাওয়ার শেষবার দেখায়
ধীরে আসা ভীরু ভবিষ্যত
নিয়ে শপথ বেছে নেয়া পথে
এই সেই কর্মা............এই সেই কর্মা......।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...