Monday, 3 April 2017

Chile kothar Shepai by Artcell

যা দেখ যা দেখ না
ভাঙ্গে যত অনুভূতি চেনা-অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুন পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ
শূন্য চোখে চেয়ে থাকে
অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে
সন্মোহিত সময়ে
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূ্ন্যতার ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
সপ্নময় ঘুমে নয়
শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়.........................

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...