Wednesday, 14 December 2011

Ghum Pariye Deo(Album-Ekhon Ami,Voice-Bassbaba & Anila,Tune-Bassbaba)

আবার আমি উঠে দাঁড়াই
আধাঁরের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছায়া
ডাকছো নতুন দিনে আমায়

আবার আমি উঠে দাঁড়াই
আধাঁরের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছায়া
ডাকছো নতুন দিনে আমায়

হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ছেড়ে

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি




গানের খাতায় ধূলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি আমি

গানের খাতায় ধূলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি




হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

_|_(Nikkristo 2)(Album-Aushomapto 2,Voice-Rafa,Bassbaba,Tune-Rafa)

আঁধার এই তিন দেয়ালের ঘরে
একা একা বসে আজ কেমন লাগছে?
বলেছিলাম এদিন আসবে
পুরনো গানে! পুরনো গানে!

তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো আয়নায় তুমি দাঁড়িয়ে
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনখানে

তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি আর শক্ত?

তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো

যতো মিথ্যে গল্প লিখেছিলে
যতো মূত্র চোখে ঝরিয়েছিলে
যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবেনা ফেরত?

তুমি ভেবেছিলে হারাবো আমি অন্ধকারে
দেখো এখন কার চোখে রক্ত ঝরে!

তুমি কি ভেবেছো সমাজ, সেন্সর বোর্ড
আমি গোনায় ধরছি এই গান লিখতে গিয়ে?
দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি
তুমি **** **** ****, তোমায় **** আমি

আমায় ফেলে গিয়েছিলে যেই বেজম্মার কাছে
তার থুথু খেতে কেমন লাগছে?
যেখানে দিয়েছিলাম তোমায় ভালোবাসা
সেখানে পেয়েছো তাচ্ছিল্য বেজম্মার

তুমি আমার থুথুর’ও অযোগ্য (ওয়াক্ থু)
তুমি নর্দমায় ****-শিক্ত
তুমি থাকো ঐ পশুদের পাশে
যারা তোমায় নিয়ে পেছনে হাসে

কত অভিনয় করেছিলে তুমি
কতো লোভী চোখে মোর অর্থ গিলেছিলে
খেলাটা তো সবে হয়েছে শুরু
নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারেই

তুমি মরে গেলেও থামবো না আমি
থাকবো দাঁড়িয়ে তোমার কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভেজাবো কবর আমি মূত্র দিয়ে

কারন তুমি অমানুষ... তুমি নিকৃষ্ট!


*********************
Drums & Vocal-Rafa
Guitar-Kamal
Guitar-Shishir
Bass & Vocal-Bassbaba
*********************

solo -
#Kamal#Shishir

Shadhinota(Album-Sumon O Aurthohin,Voice & Tune-Bassbaba)

খুলে দাও দ্বার,জ্বালিয়ে দাও আলো
চেয়ে দেখ সুদূরের সোনালী দিগন্ত
সে তো আর ফিরে আসবে না তোমার কাছে
কেন মিছে হতাশায় বসে আছো এই আধাঁরে
আকাশের লাল সূর্য চেয়ে আছে তোমার পানে
শত বাধার শেষ প্রান্তে,মুচকি হেসে সে বলে

দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের


শত বাধা পেড়িয়ে আজ মোরা এ পথে
নিয়ে এসেছি সুখের স্বপ্ন সাথে করে
ভেঙ্গে যেতে দেব না আর এই আশার বাঁধনএগিয়ে যাব মোরা অতীতের স্মৃতি নিয়ে
শত মায়ের কান্না মুছে দিব মোরা এই দিনে
দুঃখকে বিদায় দিয়ে,যেন তারা বলে উঠে

দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের



দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের

দেখ স্বাধীনতা,প্রতিটি নিঃশ্বাসে
দেখ স্বাধীনতা,প্রতিটি মানুষের

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...