Wednesday, 14 December 2011

Ghum Pariye Deo(Album-Ekhon Ami,Voice-Bassbaba & Anila,Tune-Bassbaba)

আবার আমি উঠে দাঁড়াই
আধাঁরের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছায়া
ডাকছো নতুন দিনে আমায়

আবার আমি উঠে দাঁড়াই
আধাঁরের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছায়া
ডাকছো নতুন দিনে আমায়

হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ছেড়ে

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি




গানের খাতায় ধূলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি আমি

গানের খাতায় ধূলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি




হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

ঘুম পাড়িয়ে দিও আমায়
হেমন্ত আসার আগে
সূর্যকে বলে দিও
সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি
শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...