Monday, 4 July 2016

Valobasar Ei dine By D rock star Shuvo

স্বপ্ন মাখা রাতের শেষে
ভোরের আলোর এই আবেশে
ছুয়ে দাও, দাওনা কেন তুমি কাছে এসে
তোমায় গড়ি আমি নিজের মত
মনের ভিতর জমে গল্প শত
দূরে দূরে ভাল থাকবো কত
নাওনা এবার আমায় জেনে
আজ তোমায় আমি বলতে যে চাই
তোমার সাথে পথ চলতে যে চাই
আমায় কাছে তুমি নাওনা টেনে
ভালোবাসার এই দিনে........................♫♫
পেজের ফ্যানদের জন্য এক্সক্লুসিভ ট্র্যাক "ভালোবাসার এই দিনে"।
ডি-রকস্টার শুভ'র গাওয়া।
বেশ ভাল লাগার মত গান।
লিসেন, এনজয় এন্ড শেয়ার
Song: Valobashar Ei Dine
singer: Shuvo

Mon Doriya By Papon and Dola

ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
....................................................
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
গীতিকারঃ Asif Iqbal
সঙ্গীতায়োজনঃ Adit

ভালবাসতে জানি না(Album-ক্যানসারের নিশিকাব্য,Word & Tune-Bassbaba)

মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায়
জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায়
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়,কার কথায় আমার এ ঘুম হারায়
আমিতো একা একাই চলি পথ
কেউতো মোর আপন নয় সবাই যেনো পর
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু  তুমি থাকো যখন আমার পাশে
আমার কেনো এমন লাগে
সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে
দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়
কার ছবি দেখি চোখের এই কোণায়
আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু যখন তুমি থাকো  আমার পাশে
আমার কেনো এমন লাগে
Vocal,Bass- Bassbaba Guitar-Shishir Drums-Mark

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...