স্বপ্ন মাখা রাতের শেষে
ভোরের আলোর এই আবেশে
ছুয়ে দাও, দাওনা কেন তুমি কাছে এসে
তোমায় গড়ি আমি নিজের মত
মনের ভিতর জমে গল্প শত
দূরে দূরে ভাল থাকবো কত
নাওনা এবার আমায় জেনে
আজ তোমায় আমি বলতে যে চাই
তোমার সাথে পথ চলতে যে চাই
আমায় কাছে তুমি নাওনা টেনে
ভালোবাসার এই দিনে........................♫♫
পেজের ফ্যানদের জন্য এক্সক্লুসিভ ট্র্যাক "ভালোবাসার এই দিনে"।
ডি-রকস্টার শুভ'র গাওয়া।
বেশ ভাল লাগার মত গান।
লিসেন, এনজয় এন্ড শেয়ার
Song: Valobashar Ei Dine
singer: Shuvo
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment