ভুলে থাকি যত ফাকি,
মন জানে তুমি জানো,
ক্ষণে ক্ষণে, আনমনে
চাই যে কাছে টানো...
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
কেন ভয় মনে হয় থাকি জুড়ে
মন কেন দেয় যেন ভেঙ্গে চুড়ে
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
দূরে যাও ভুলে যাও সেতো জানা
আমি চাই উড়ে যাই মেলে ডানা
যত ভয় এই সংশয়ে পাশে থেকে আবার
আমিও চাই ছুটে যে যাই শুধু কাছে তোমার
মন দরিয়ায় ভেসে যাই,
দুজনে মিলে,
এক আকাশে উড়ে বেড়াই,
মেঘ ছোঁয়া নীলে...
....................................................
গানঃ Mon Doriya
অ্যালবামঃ Mon Doriya
শিল্পীঃ PAPON & DOLA
গীতিকারঃ Asif Iqbal
সঙ্গীতায়োজনঃ Adit
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
অনেক ধন্যবাদ ওয়েবসাইড প্রতিষ্ঠাতা কে কেন জানি মনে হলো মন ভালো করার জন্য এই গান গুলো লিখা পড়লে মন যে কতটা ভালো লাগে তা আজ বুঝলাম.... ধন্যবাদ
ReplyDeleteBah nice .....Website ta valo laglo
ReplyDeleteধন্যবাদ,
ReplyDeleteগানের কথাগুলো চমৎকার।
download bangla books
ReplyDelete