মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায়
জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায়
মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়,কার কথায় আমার এ ঘুম হারায়
আমিতো একা একাই চলি পথ
কেউতো মোর আপন নয় সবাই যেনো পর
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু তুমি থাকো যখন আমার পাশে
আমার কেনো এমন লাগে
সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে
দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয়
ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায়
কার ছবি দেখি চোখের এই কোণায়
আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে
তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি
ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি
বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি
কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি
আমিতো ভালবাসতে জানি না
কাউকে তো কাছে টানতে পারি না
তবু যখন তুমি থাকো আমার পাশে
আমার কেনো এমন লাগে
Vocal,Bass- Bassbaba Guitar-Shishir Drums-Mark
Monday, 4 July 2016
Subscribe to:
Post Comments (Atom)
Ek potaka tolo by Habib
যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...
-
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার নাচে গানে মত মাতবে সবার চারিদিকে দর্শক করে থৈ থৈ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে ...
-
শিরোনামঃ এক জীবন কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ) তুমি আমি কাছাকাছি আছি বলেই, এ জীবন ...
No comments:
Post a Comment