Showing posts with label tahsin. Show all posts
Showing posts with label tahsin. Show all posts

Friday, 25 November 2016

Obakto Golpo by Tahsin Ahmed

বলবো আজ তোমায় কিছু কথা,
সে যে আমার অব্যাক্ত গল্প
ভালোবাসাটাই ছিল যে বেশী
অভিমানটা সেখানে অল্প।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি বহুদুরে গড়তে নতুন কোনো জীবনের স্বপ্ন ,
তাই বলে ভুল ভেবোনা এই আমায়,
এ হৃদয় যে এখনো তোমার ভালবাসায় পূ্র্ণ......
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি অপরাধী করে তোমায় একাকী,দিয়ে কষ্টরাশি
তবুও অসহায় হয়ে এখনো বলে যাই
ভালবাসি তোমায় সত্যি অনেক বেশী।।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।
Title: Obakto Golpo
Lyrics: Fatema Nazneen Panna
Vocal,Tune & Composition: Tahsin Ahmed
Album: Tahsin & Trackz Volume 2- অব্যক্ত গল্প

Thursday, 22 October 2015

joy bangla bole age baro

Title : Joy Bangla Bole Age Baro (জয় বাংলা বলে আগে বাড়ো)





আবারো ভোর, আবারো অপেক্ষা।
আবারো জেগে ওঠো, এখনই সময়।
আমার সোনার বাংলাদেশ, এগিয়েই যাবে।
আবারো ঝাঁপ দিবে এই মন, নির্ভয়।

জানে এই পৃথিবী, স্বাধীনতার ছবি।
আঁকা আমাদেরই হাতে।
দেখেছে এই দেশ, নতুনের বেশ।
শত আলো ভরা রাতে।

"তাই গর্জে ওঠো আবারো।।
পেছনে ফেলে সামনে বাড়ো।।
জয় বাংলা বলে আগে বাড়ো।।
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।"

আমার দেশের মাটির মানুষ,
পলিমাটির মন।
অনেক আশার পথচেয়ে আছে,
সারাটা জীবন।

দেবনা নিভতে ওদের আশার আলো।
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো।

"শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী।
বাংলাদেশ আমার বাংলাদেশ"

"সংগ্রাম পরিষদ গড়ে তোলো।
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা,
'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।'

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা"

"জয় বাংলা বাংলার জয়"(৪)

লিরিক্স এবং গান: https://soundcloud.com/t-a-zishan/njgjte52h1ow

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...