Showing posts with label arefin rumi. Show all posts
Showing posts with label arefin rumi. Show all posts

Thursday, 22 October 2015

Kichu kotha akashe Pathao by arefin rumey

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)
Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Artist : Arfin Rumey (আরিফিন রুমি)
Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও)
Download : Kichu Kotha Akashe Pathao

কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও,
কিছু কথা বলো কানে কানে
কিছু কথা হোক গানে গানে।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাঁসি দুজনাতে,
কিছু রাত ভালোবেসে ভোর
কিছু রাত তোমারি ভেতর।

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

কিছু দিন হাটি রোদ দূরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে,
কিছু দিন ছুয়ে রব চলো
কিছু দিন হবো এলোমেলো

কিছু কথা বলো গোপনে,
কিছু কথা হোক নয়নে।।

Saturday, 10 March 2012

hridoye amar bangladesh by habib arefin rumi

হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!

Saturday, 31 December 2011

Shona Bou(সোনা বৌ)- Shada Mata – Arfin Rumey Feat. Kazi Shuvo

শিরোনামঃ সোনা বৌ
কন্ঠঃ কাজী শুভ
অ্যালবামঃ সাদা মাটা


সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)
ও বৌ গো বৌ……
সাড়ে তিন হাত মাটির ঘরে
বাসরটা দিবে সাজিয়ে
যে ঘরে থাকবা দিন রজনী (২)
নাই বিছানা,নাই মশারী
সঙ্গে নাই তোর সোয়ামী
নিতে আইলে নাইয়র যাইবা নি?
ও বৌ গো বৌ……
ছেড়ে গেলে মাতলা জামাই
মাটির দেহের কিসের বড়াই
বাকা দেহের বিচার করবে কে (২)
ও বৌ গো বৌ……
আকাশে তোর অই পিরিতি
দিওয়ানী কইও সজনী
নিতে আইলে নাইয়র যাইবা নি?
সোনা বৌ শুনছো নিগো
সোনা বৌ শুনছো নি
নিতে আইলে নাইয়র যাইবা নি? (২)

Ek Jibon(এক জীবন) By Shahid and Subhamita Banerjee From The Album Fuad & Arfin Rumey ft. Shahid – Nilambori

শিরোনামঃ এক জীবন
কন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী
অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ)
তুমি আমি কাছাকাছি আছি বলেই,
এ জীবন হয়েছে মধুময়…
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়..
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়

Dolna Eka Eka(দোলনা একা একা) By Arfin Rumey ft. Nancy

শিরোনামঃ দোলনা একা একা
শিল্পীঃ Arfin Rumey ft. Nancy




দোলনা একা একা দোলতে পারে না
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায়
চাঁদের নিজের কোনো আলো নেই, জানো?
সুর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
দোল খেতে খেতে
চোখে এসে গেলে ঘুম
ঘুমের ভিতরে কিযে
হবে ভাবি হুম…হুম……
যাই হয় হোক
তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
হাওয়ায় দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

Priyotoma(প্রিয়তমা ) by Arfin Rumey From The Album Bhalobashi Tomae

শিরোনামঃ প্রিয়তমা
কন্ঠঃ  আরফিন রুমি
কথাঃ জাহিদ আকবর
অ্যালবামঃ ভালোবাসি তোমায়


তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রব গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা

Sunday, 25 December 2011

SHEY-artist- A.RUMI

She kar shukher motho
Chhaya pore obirotho
She kar chokher jole
Bheshe jai kolahole
:[[Kokhono pabona jare
Shopne rekhechhi tare
Ochena dhewer moto
Hate she shagorpare]]:

:[[Ghum elei she ashe
Raathbhor du chokhe bhashe
Kotho kothhai bole she
Dure dure tubuo chole]]:
:[[Kokhono pabona jare
Shopne rekhechhi tare
Ochena dhewer moto
Hate she shagorpare]]:

:[[Megh dekhei she hashe
Obhimane brishti ashe
Jhore giyei she pata
Dike dike chhoralo kothha]]:

She kar shukher motho
Chhaya pore obirotho
She kar chokher jole
Bheshe jai kolahole
:[[Kokhono pabona jare
Shopne rekhechhi tare
Ochena dhewer moto
Hate she shagorpare]]:

chithi-artist-a.rumi

batashe kan pete thaki ei bujhi dakso tumi...
akashe chokh mele thaki...
ei bujhi pathale chithi...
 ek bar boli, bar bar boli, boli je lokkho bar... 
 tumi amar priyotomo, tumi je amar...  tomay sara jibon amar jibon sheto noy...
 tomay niye ononto kal bachte echche hoy...
 tomar'e jonno rekhesi khule shopner e duar...
 ek bar boli, bar bar boli, boli je lokkho bar...
.. tumi amar priyotomo, tumi je amar...
 ridoyer e patay patay tomar'e naam likha...
 tumi sara prithibi ta vishon ekla eka...
 tomar'e jonno rekhesi khule shopner e duar...
 ek bar boli, bar bar boli, boli je lokkho bar...
. tumi amar priyotomo, tumi je amar..
 batashe kan pete thaki ei bujhi dakso tumi...
akashe chokh mele thaki ei bujhi pathale chithi...

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...