Saturday, 31 December 2011

Dolna Eka Eka(দোলনা একা একা) By Arfin Rumey ft. Nancy

শিরোনামঃ দোলনা একা একা
শিল্পীঃ Arfin Rumey ft. Nancy




দোলনা একা একা দোলতে পারে না
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায়
চাঁদের নিজের কোনো আলো নেই, জানো?
সুর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
দোল খেতে খেতে
চোখে এসে গেলে ঘুম
ঘুমের ভিতরে কিযে
হবে ভাবি হুম…হুম……
যাই হয় হোক
তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
হাওয়ায় দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...