Saturday, 31 December 2011

Se Khobor Ami Rakhi(সে খবর আমি রাখি) By Tahsan From The Album Purnota – ZooEl With Various Artist

শিরোনামঃ সে খবর আমি রাখি
কন্ঠঃ তাহসান
কথাঃ জুয়েল/জর্জ
টিউন/কম্পোজিশনঃ জুয়েল
অ্যালবামঃ পুর্ণতা

তোমার ছাদে প্রতিরাতে শুকনো
পাতায় কতখানি শিশির মাখে
সে খবর আমি রাখি
তোমার ঘুমে কোন স্বপ্ন
দিঘির জলে নাইতে
নামে সে খবর আমি রাখি
তোমার আচল উদাস পানে
রাজকুমারী’র সুখী সাজে
সে খবর আমি রাখি…
তোমার দৃষ্টি অনল
কত যুবকের শিল্প পুড়ায়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি
তোমায় ছায়ায় কোন ময়ূরী
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি
তোমার ঠোটে হরিন হাটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি(২)
তোমার চাওয়ায় ঈশ্বর কেন
এক সমুদ্র আয়না বানায়
সে খবর আমি রাখি
তোমার রঙ্গীন স্বপ্নগুলো
বুক বিদির্ন করে যে দেয়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর
ভালবাসা যেন দিঘির জলে
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...