শিরোনামঃ সে কে?
শিল্পীঃ তপু
অ্যালবামঃ সে কে ? (Rafa ft Topu)
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
যদি সে জানালা খোলা রাখে
তবে ডেকো আমাকে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
হাসিমুখে তার থাকে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ আর ওকোণ
হাসিমুখে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ ওকোণ
চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার
ভালোবাসা এ মন
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
বিকেল বেলাতে সে নামে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
বিকেলে সে আসে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
গোধূলি আকাশে তাকিয়ে সে হাসে
কাঁদে আর ভাবে কি যে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
শিল্পীঃ তপু
অ্যালবামঃ সে কে ? (Rafa ft Topu)
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
যদি সে জানালা খোলা রাখে
তবে ডেকো আমাকে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
হাসিমুখে তার থাকে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ আর ওকোণ
হাসিমুখে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ ওকোণ
চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার
ভালোবাসা এ মন
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
বিকেল বেলাতে সে নামে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
বিকেলে সে আসে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
গোধূলি আকাশে তাকিয়ে সে হাসে
কাঁদে আর ভাবে কি যে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
No comments:
Post a Comment