Saturday, 31 December 2011

Jonmodin(জন্মদিন) By Topu From The Album She Ke(Rafa ft Topu)

শিরোনামঃ জন্মদিন
শিল্পীঃ তপু
অ্যালবামঃ সে কে ? (Rafa ft Topu)

রাত বারটা
যা করতে গেলে বল করোনা
করছি না
দাত দিয়ে নখ কাটছি না
অযথাই পা নাড়াচ্ছি না
না বুঝেই ভাব মারছি না
বিশ্বাস কর করছি না
বারটা এক চেয়ে দেখ
জালনা খোলা
তার চোখে জল দৃষ্টি ঘোলা
আজ শুধু এটুকুই বলা
শুভ জন্মদিন তোমার
যদি শহর টা থাকত আধারে
আকশ টা ঢেকে যেত কালো মেঘে
তবুও ঠিকি
যদিও থাকত কেউ জেগে
তখনো বাড়িতে , তবুও ঠিকি
তবুও ঠিকি আসতাম এখানে
দেখতে তোমাকে
আর বলতে ……….
বারটা এক চেয়ে দেখ
জালনা খোলা
তার চোখে জল দৃষ্টি ঘোলা
আজ শুধু এটুকুই বলা
শুভ জন্মদিন তোমার
এক গুচ্ছ গোলাপ মুঠোতে
বয়স যত হলো গোলাপ ততটাই আছে
আজ জানতে চাই তোমার কাছে
যেদিন আর গোলাপ আটবেনা দু হাতে
সেই দিনও থাকবে কি তুমি এখানে
জানালা খুলে ভেজা চোখে বলব একি সুরে
বারটা এক চেয়ে দেখ
জালনা খোলা
তার চোখে জল দৃষ্টি ঘোলা
আজ শুধু এটুকুই বলা
শুভ জন্মদিন তোমার

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...