Saturday, 31 December 2011

Tor Jonno Bonno(তোর জন্য বন্য) By Upol/Fuad From The Album Bonno

শিরোনামঃ তোর জন্য বন্য
কন্ঠঃ উপল
কথাঃ উপল
মিউজিকঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য 
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।(২)
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
দেখেছি যা দেখার ছিল, এই মনের আয়নায়;
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়।
আমি ভেবে ভেবে মরি, তোর মনে আছে কি;
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
ডুবে থাকিস বৃথা যতো, ঐ নষ্ট ভাবনায়;
ইপ্সিত পন্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পাল্টে দিতে পারি, তোর চোখের ঐ রং;
নরম রংয়ে ভালবাসা পবিত্র ভীষণ।
অভিমানে দূরে আমি হারাবো যখন,
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।
শপথ নিলাম, তোকেই রাণী, করবো নিশ্বয়ই এই রাজত্বে;
খুজে দেখিস আমার মতো পাবিনা কেউ স্বর্গ মর্ত্যে।(২)
তোর জন্য আমি বন্য, মাতাল অনুভব;
জুড়ে সব শূণ্য শুধু দৈন্য, তুই নিখোজ অচিনপুরে।

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...