Tuesday, 27 December 2011

Bariye Dao(বাড়িয়ে দাও) By Anupam Roy From The Movie Cholo Paltai

শিরোনাম : বাড়িয়ে দাও
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ চলো পাল্টাই   


বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কখনো ফুরোয় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।

Amake Amar Moto Thakte Dao (আমাকে আমার মতো থাকতে দাও) By Anupam Roy From The Movie Autograph

শিরোনামঃ আমাকে আমার মতো থাকতে দাও
শিল্পী, সুরকার, গীতিকারঃ অনুপম রায়
মুভিঃ অটোগ্রাফ




আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,
কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,
দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)।
এই জাহাজ মাস্তুল ছাড়খার,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
কখনো আকাশ বেয়ে চুপ করে,
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,
আশেপাশে আমি আর নেই।
আমার জন্য আলো জ্বেলোনা কেউ,
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)।
এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)
তোমার রক্তে আছে স্বপ্ন যতো,
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।
কখনো সময় পেলে একটু ভেবো,
আঙুলের ফাকে আমি কই;
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,
যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;
আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,
বিলাসের জলে ভাসব না না না।
এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার,
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার,
সাঁতরে পাড় খোঁজার।
(না না না না না না না না না না না না না না না, না না না না না না না না না না না না না না না)

Ekbar Bol(একবার বল) By Anupam Roy From The Movie Baishe Srabon

শিরোনামঃ একবার বল
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ বাইশে শ্রাবণ
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়
সেখানেই তুলছি ছবি , টলছি নেশায় আসছি আবার ফিরে।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
একবার বল একবার বল একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
এ…হে তোর কেউ নেই, ও…হো তোর কেউ নেই আ…হা…

Bedona(বেদনা) By Shunno From the Album Notun Srot

শিরোনামঃ বেদনা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ নতুন স্রোত
\



তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ  বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে  একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই  (২)

Godhulir Opare(গোধূলির ওপারে) By Shunno From The Album Shoto Asha With Guitar Chord

শিরোনামঃ গোধূলির ওপারে
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা





ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা (২)
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

ঘুম মেলে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি ভাষায় ফেলে
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)



(E)Bhuler srote bhule jawa
Sopno tomar fire pawa
(C#m)Ghum furonor vore tomari hote (A)chawa
(E)Moner govire rekhe deya
Sopne tomar eke jawa
(C#m)Fele asha godhulite tomakei khuje (A)fera

(E)Bhuler srote bhule jawa
Sopno tomar fire pawa
(C#m)Ghum furonor vore tomari hote (A)chawa
(E)Moner govire rekhe deya
Sopne tomar eke jawa
(C#m)Fele asha godhulite tomakei khuje (A)fera

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare

(E)Ghum neme asa akashtake
(B)Hoy ni dhora bhuler srote
(C#m)Hoy ni chowa oi alor (A)sopnochura
guitarchordworld.net
(E)Surjo dhaka bhorer pothe
(B)Hariye jawa sritir sathe
(C#m)Tomake fire pete amar (A)opekkha

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare

(A)Sobdohin baluchore
(B)fire eshe amar ogochore
(A)Rangiye dao aaj tomar (B)ronge
guitarchordworld.net
(A)Rongosoner sei alote
(B)Bolte chaiaaj tomake
(A)Na bola onuvuti vashay (B)fele

Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare
Cholo (C#m)aaj fire (A)jai
(E)godhulir (B)opare(A)

Mon Tore(মন তোরে) By Bangla Band/Shunno/Mujib Pordeshi; Original-Folk Song With Guitar Chords

কন্ঠঃ মুজিব পরদেশী
অ্যালবামঃ আমি বন্দি কারাগারে
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রাইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন
E————-A——–D—–A
sona diya bandhaiyachi ghor o mon re
E———-A—-D—-A—-E
ghune korlo jorojor hai mon re.
E————–A——-D—-A——–E
ami ki kore bash koribo ei ghore re, hai re
—-A——-E
tui shey amar mon
E———–A—–D——-A——E
mon tore parlam na bujhaite re hai re
—–A——E
tui shey amar mon.
–E———A——–D—-A
tin toktari nouka khani o mon re
E————A—-D—–A
gange gange chuwai pani
E—————A———-D—–A—-E
amir ki koreche jibono tar pane re, hai re
—–A——E
tui shey amar mon.
ashi raite bhober majhare o mon re
shopno deikha roili bhule hai mon re
amar ei shopon ki mittha hoite pare re
tui shey amar mon.

Shonoghuri(স্বপ্নঘুরি) By Shunno From The Album Rong

শিরোনামঃ স্বপ্নঘুরি
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ রং
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।
জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।

Khachar Vitor Ochin Pakhi(খাঁচার ভিতর অচিন পাখি) Lalon Geeti | লালনগীতি

শিরোনামঃ খাঁচার ভিতর অচিন পাখি
লালনগীতি
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

Rajahin Rajjo(রাজাহীন রাজ্য) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ রাজাহীন রাজ্য
কন্ঠঃ এমিল
কথাঃ ফারযানা আলম তারানা
ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল
গড় বর্ণহীন রংধনু
চাইলে তুমি বুনতে পার স্বপনের রঙিন জাল
যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি দিনকে বলতে পার চাঁদের কারাগার
ঝরাতে পারো অশ্রু উত্তপ্ত সূর্য হতে
যদি চাও তুমি গুনতে পার অগনিত তারা
মুছে দিতে পার তুমি রাতের অন্ধকার
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন  কোন রাজ্যে
জন শূন্য কোন প্রাচ্যে

Gorbo Bangladesh(গড়বো বাংলাদেশ) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ গড়বো বাংলাদেশ
কন্ঠঃ এমিল
কথাঃ কান্তি অনন্ত নুজহাত
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আরো সাহস করে মাঠে নামো আজ
সবাই একি সাথে জেগে উঠো আবার।
চিৎকার করে ডাক দিয়ে যাও
সাড়া দেবে সবাই।
গড়বো বাংলাদেশ
সোনার বাংলাদেশ
বুকে আশা মনে ভালোবাসা।
এবার আরো কিছু নিয়ম ভেঙ্গে দাও
এগিয়ে যাবার শপথ তুমি নাও
সময় হয়ে এসেছে আবার
নিজ থেকে কিছু করার।
আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি।

Nijhum Rat(নিঝুম রাত) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ নিঝুম রাত
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে।
সর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
সর্গতো তোমার মাঝে কেন মিছে খুজি।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
আমার পৃথিবী নিতে পারো  আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকে এঁকে চলি মেঘের রঙ্গে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।

Jochonar Pore(জোছনার পরে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ জোছনার পরে
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পার হাত বাড়াল
হাত বাড়ালে………
আজ বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপন হয়ে……
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রব আমি।(২)
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)

Shunno Hate(শুন্য হাতে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ শুন্য হাতে
কন্ঠঃ এমিল
কথাঃ মোহন জিয়াউল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
অপেক্ষাটা অনেক দূরে
অপেক্ষাটা অনেক দূরে
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
হাত বাড়িয়ে যায়না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে
আড়াল হয়ে থাকে তবু, মেঘের ভাঁজে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি(২)
দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে
বোঝেনা সে ভালবাসা, ভালবাসি যাকে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি

She Vabe(সে ভাবে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ সে ভাবে
কন্ঠঃ এমিল
কথাঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সে ভাবে,
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায়
প্রিয় মানুষগুলো আজ সরে যায়
সে ভাবে
সে ভাবে…………
তার পুরনো পাতায়, পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথাগুলো আজ, যেন ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়
সে ভাবে
সে ভাবে…………

Amar Ami(আমার আমি) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ আমার আমি
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা
নিস্তব্ধ পথে দাঁড়িয়ে শুনেছ কি নীলাভ আর্তনাদ
কালো মেঘে রয়ে গেছে তোমার সূর্য ঢাকার অপবাদ
তোমার ঘন কুয়াশায়, রোদ পড়েনি মেঝেতে আমার
রৌদ্রস্নাত হয়ে আজ মনে পড়ে নিজেকে আমার
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)
মুছে যাওয়া অর্থহীন ভাষার বোবা জানালায়
স্বপ্ন হয়ে তোমার স্মৃতি সুদূরে মিলায় (২)
তুমুল মেঘের আড়ালে গর্জে ওঠা আলোয়
পেতে চাই নতুন করে আলোকিত আমায়
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)
আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি………

Pother Shilpi(পথের শিল্পী) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ পথের শিল্পী
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
অ্যালবামঃ শত আশা
কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত
কারও কারও স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত
ওদের কথা বলা থাকে পথের সব ধুলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে
কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু
নিজের জন্যে কখনো সুখের পায়না ধরা ওদের মুঠো
তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো

Shadhinotar Prantore(স্বাধীনতার প্রান্তরে) By Shunno From The Album Gorbo Bangladesh

শিরোনামঃ স্বাধীনতার প্রান্তরে
কন্ঠঃ এমিল
কথাঃ মাইকেল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে বেঁচে থাকা
জীবনের চলাচলে হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা
ছিঁড়ে দাও এই শিকল যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে
ভেঙে ফেল এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে ভেসে যাওয়া
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন

Fire Asha(ফিরে আশা) By Shunno From The Album Notun Srot

শিরোনামঃ ফিরে আশা
কন্ঠঃ এমিল
কথাঃ সামিন আবদুস সাত্তার
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ নতুন স্রোত

আবার শুরু হলো অজানার পথে চলা
মনের মাঝে দিচ্ছে উঁকি হাজার স্বপ্নের মেলা
জীবনের আরেক অধ্যায় লিখার আয়োজন
কত রং কত কল্পনা কত প্রয়োজন
সাফল্য হাতছানি দেয়
যেতে হবে বহুদূর
হটাৎ বেজে উঠে কানে
সেই প্রিয় সুর
কে যেন পিছু ডাকে আমায়
পুরনো সেই ঠিকানায়
পরে আছে কত স্মৃতি
আমার অপেক্ষায়
ভোরের আলো দেখবো বলে জেগেছি কত রাত
একসাথে কত তারাগুনা হাতে রেখে হাত
সাগরের স্রোতে ভেসে ফাঁকি দিয়ে গেছে সময়
মন কেন মানে না বুঝেনা হৃদয়
জীবনের কোলাহল ছেড়ে নতুন করে আসব ফিরে
সৃষ্টি সুখের উল্লাসে মাতাবো তোমায়

Arekbar(আরেকবার) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ আরেকবার
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা, হাসিব ফিরোজ
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা

আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে

Prottasha(প্রত্যাশা) By Fuad ft. Shunno From The Album Bonno

শিরোনামঃ প্রত্যাশা
কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
কম্পোজিশনঃ ফুয়াদ
অ্যালবামঃ বন্য


বাঁধভাঙা পণ করে ছিনিয়ে বিজয়
আকাশ ভরা মেঘ সরিয়ে সুর্য রোদে হাসে সময়
অপেক্ষায় সে ক্ষণ অধির প্রতিক্ষায়
কেন যে কাঁপে হৃদয় দূর করে দুষ্ট ভয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
সাফল্যেরই সাথে শুরু বসবাস
হাল ধরে শপথে পেরিয়ে জলোচ্ছ্বাস
বিভেদ ভুলে মন স্বপ্নের সাগরে
আগামীর পৃথিবী
ছাড়িয়ে সকল জয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চল স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই……………

Dhushor Shomoy(ধূসর সময়) By Artcell With Guitar Chord

শিরোনামঃ ধূসর সময়
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে…হে…
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথে হারাই তোমাতে
জীবনের কাঁটা তারে তুমি অন্তহীনের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল আকাশের শূণ্যতায়
তবু আমি…
কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়
Intro
Em C Am D
Em C Am D
Em C Am D Em
Nona Shopne Gora Tomar Swmriti
C Am D Em
Shoto Ronge Rangie Mitthe kono Spondon
C Am D Em
Alo’r Niche je Adhar Khela Kore
C Am D Em
She Adhare Shorir Meshale…….
C Am D Em
C Am D Em
Nona Shopne Gora Tomar Swmriti
C Am D Em
Shoto Ronge Rangie Mitthe kono Spondon
C Am D Em
Alo’r Niche je Adhar Khela Kore
C Am D Em
She Adhare Shorir Meshale…….
C Am D
Aaj Aami Dhushor ki rongin Somoyee
Em C Am D Em
Poth Harai Tomatee……..
D Am C Em
Jiboner Kata-tare Tumi
D Am C Em
Ontohin Eey Opurnotay
D Am C Em D
Bewarish Ghuri Ure Jao
Am Bm C Em C Am D
Onabil Akasher Shunnotay………
Em C Am D
Em C Am D
Tobu Aami…….
Em C Am D Em
C Am D Em
Ki khuji Manusher Bishader Chokhe
C Am D Em
Kothay Aalor Utshobe Swapner Protibimbo Bhange
C Am D Em
Eka Eka Aami Thaki Darae
C Am D Em
Swmritir jhoro Batashe Dujonar Shorir Meshai
x2
C Am D
Aaj Aami Dhushor ki rongin Somoyee
Em C Am D Em
Poth Harai Tomatee……..

Oniket Prantor(অনিকেত প্রান্তর) By Artcell

শিরোনামঃ অনিকেত প্রান্তর
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর 
তবু এই দেয়ালের শরীরে
যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যতো উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাত নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা
তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
মিশে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ
তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভিড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে
মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতো
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে
এখানে স্বরনীর লেখা নেই নাম, কোন শহীদ সড়কে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
এখানে নির্জন
অনিকেত প্রান্তর
তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের ভাগাড়
তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ স্বরনী, জানালার বাইরে
ভেসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে
এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকারে ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত
কত শিশু কত
আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Pathor Bagan(পাথর বাগান) By Artcell From The Album Oniket Prantor

শিরোনামঃ পাথর বাগান
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অনিকেত প্রান্তর

সমাধির বিশাল প্রান্তরে একা জেগে
আমাদের তথাকথিত সভ্যতার যীশু
ধার করা কবিতার শেওলা মাখা স্মৃতির পাথরে
মুখ থুবড়ে পরে থাকে এ মূল্যবোধ
সাদা ক্রুশের মিছিল জুড়ে মিথ্যে অহংকার
ভুল নায়কের ছদ্মবেশে নেয় নিঃশ্বাস
সম্মোহিত মৃত প্রজন্ম ফিরে আসে
ফিরে আসে জন্মান্তরে বিবর্তনে
আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
ধ্বংসের সুর তোলে আবারো
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান
আমাদের যত জানা ইতিহাস সেতো শেখা
রুপালি পর্দায় আলোর মায়ায়
ভুলে যাওয়া হিংসার ছায়ায়
আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
ধ্বংসের সুর তোলে আবারো
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান
তোমাদের পাথর বাগানের সবুজ ঘাসে
মিশে থাকে কত যুগের নষ্ট গল্প
যত পতাকার রং ধুয়ে যায় অভিশাপে
আকাশের সাদা অনুভূতিতে শুধু ঘৃণা

Alo Ar Adhar(আলো আর আঁধার) By Aurthohin From The Album Aushomapto 2

শিরোনামঃ আলো আর আঁধার
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
টিউনঃ সুমন
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

বলবো আজ তোমায় কিছু কথা
সেতো নয় কোনো গল্প
একটি ছেলের জীবন গাঁথা
সবই যে সত্য
ছিলো না তার কোনো স্বপ্ন
ছিলো না বুকে ভালোবাসা
হাটতো নিজের মনে একাকী
ছিলো না কেউ হাটটা ধরার
তারপর হঠাৎ জোছনায় ঘেরা
কোনো এক সাগর পাড়ে
দেখা পেল সে ভালোবাসার
নিঃসঙ্গ একটি মেয়ের
আলোয় আলোকিত……হয়ে গেলো তার চারিপাশ
নতুন স্বপ্ন…… নিয়ে শুরু হল পথচলা তার
তারপর কেটে যায় দিনগুলো
তাদের নতুন জীবন
ছিলো না মনে তার কোনো কষ্ট
নিয়ে রঙ্গিন স্বপ্ন
কিন্তু হঠাৎ আঁধার এলো
ছেলেটার রঙ্গিন জীবনে
চলে গেলো মেয়েটা তাঁকে ফেলে
একাকী রেখে আঁধারে
আঁধার, শুধুই আঁধার……হয়ে গেলো তার
চারিপাশ
স্বপ্ন বেঁচে থাকার……ভেঙ্গে হয় সব একাকার
তারপর একদিন অশ্রুভেজা চোখে
ফিরে যায় সে সেই সাগরে
পাশে নেই ফেরারী চোখের সেই মেয়ে
পাগলা হাওয়ার জোছনাতে
হঠাৎ সাগর বলে ওঠে
মুছে ফেলো চোখের জল
তুমিতো থাকবে না আর একাকী
আসবে ফিরে সুখ আবার
আলোয় আলোকে হবে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো……দেখো ঐ আকাশ
দেখ অই বাতাশ

Anomone 2(আনমনে-২) By Aurthohin From The Album Aushomapto 2

শিরোনামঃ আনমনে-২
কন্ঠঃ রাফা
কথাঃ সুমন
টিউনঃ রাফা
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন


আবার ফিরে পাই পুরোনো স্মৃতি নতুন গানে
স্মৃতির পাতাতে দেখি তোমার ছবি
কেটে গেছে যে কত মুহুর্ত তোমায় ভেবে
ঝাপসা এই চোখে তোমার ছবি যে ভাসে
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো
আবার খুঁজে যাই তোমার সেই হাসি আনমনে
কত রাত নির্ঘুম কাটে তোমায় ভেবে
আকাশে যখন মেঘের ঘনঘটা
তাকিয়ে থাকি আমি
হয়তো বৃষ্টি আজ ছোঁবে তোমার শরীর
মেঘের ঐ দেশে কি হারাও আনমনে
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায় খোঁজো এখনো……..

Abar(আবার) By Aurthohin From The Album Aushomapto 2

শিরোনামঃ আবার
কন্ঠঃ রাফা
কথাঃ সুমন
টিউনঃ রাফা
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

যদি হঠাৎ করেই দেখো
আমায় কোনো এক সকাল বেলাতে
দাড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে
তখন কি ঘুম ঘুম ঐ চোখে
উঠে বসবে অবাক বিস্ময়ে?
রাখবে তোমার ঐ কোমল হাত আমার এই হাতে?
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
জানি ছিল অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিল না কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সবকিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা আজ তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি আমি দাঁড়িয়ে
ভাববে কি নতুন করে আবার তুমি
পুরোনো সব ইচ্ছেগুলোকে
আমি তো আবার
আসছি ফিরে
তোমার এই ঘরে আলো জ্বালাতে
হারাবে সব
অন্ধকারের পথগুলো
রাখবে যখন হাত এই হাতে
ভেসে যাবে সব দুঃখ তোমার
হারাবে সব কষ্ট এবার
নিয়ে যাব স্বপ্নের দেশে
যেখানে বাস্তবতা হাসে

Chile Kothar Sepai(চিলে কোঠার সেপাই) By Artcell From The Album Agontuk 2

শিরোনামঃ চিলে কোঠার সেপাই
কথাঃ রুম্মান আহমেদ
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ আগন্তুক-২
যা দেখ যা দেখ না
ভাঙে যত অনুভুতি চেনা অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুণ পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ শূন্য চোখে
চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূন্যতায় ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয়
শব্ধগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়
ছায়াদের বাঁধা চোখে চোখে ফেরে
সময়ের নির্বাসিত নীল আকাশ
অন্ধকার ভেঙ্গে গড়ে আজ
শব্দ করে ইতিহাস
তোমার নীল আকাশ শূন্য চোখে
চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়
মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে
তোমার জানালায় নীল আকাশ
আঁধারে নয় আলোতে ভয়
দৃশ্যগুলো শব্দময়
শূন্যতায় ভীড়ে হারিয়েছে
স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয়
শব্ধগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয়
স্তব্ধ সময়
তোমার মৃত স্বপ্নের
দৃশ্য আজও ওড়ে
বাতাসে বিগত সময় শব্দ করে
ভুলের চেনা শরীর
চিনি কি তোমাকে
এখানে কে দাঁড়ায়
ছায়ায় মিছিলে
একই অতীত
একই সময়
কেন তবু এই পথের শেষে
জড় অনুভূতি
কেন মেঘে ঢাকা পড়ে ছেড়া আকাশ।

Prem(প্রেম) By Cryptic Fate From The Album Agontuk-2 With Guitar Chords

শিরোনামঃ প্রেম
ব্যান্ডঃ ক্রিপ্টিক ফেইট
অ্যালবামঃ আগন্তুক-২
জ্বলছে……জ্বলে পুড়ে মর
ভাঙ্গছে……ভেঙ্গে চুরে পড়
প্রেমেরই অশান্তিতে তোমাকে ছুঁড়ে দিয়ে
ভালোবাসার ঘোরে, তোমাকে হাজির করে
হঠাৎ সে বলে বসে-এভাবে আর হবে না
ফিরে যাও তুমি, নও আমার ঠিকানা
ধ্বংস……ওলট পালট সব
নিঃস্ব……হারানোর উৎসব
প্রেমেরই অশান্তিতে সবকিছু ভুলে গিয়ে
ভালোবাসার ঘোরে সবকিছু ছেড়ে দিয়ে
গানেরই কথা মতো, হয়ে গেছো একলা
পাখি উড়ে গেছে চোখে নতুন ঠিকানা
আজকে তুমি অচল, বিছানা বন্দী রোগী
আজকে তোমার মন ধ্বংস প্রতিচ্ছবি
ছবি…ধ্বংস ছবি……
প্রেমেরই অশান্তিতে সব ভুলে গেছো
ভালোবাসার ঘোরে সব ছেড়ে দিয়েছো
কেন মিছেমিছি কর রাগ
কেন ঘুরেফিরে অপবাদ
যা চলে গেছে তা ভুলে যাও
নতুন করে কাউকে খুজে নাও
খুজে নাও……নতুন করে খুজে নাও
খুজে নাও…..নতুন করে খুজে নাও


Intro –
..Fig. 1
..A5 . . . . . . . . . . . . . . . . . A5. . . . . . . . . . . . . . . . .
e|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
D|——–|——–|——–|——–||——–|——–|–7—–|——–|
A|7—–6-|—-7—|——–|——–||——6-|—-7—|——–|——–|
E|5——-|——–|——–|——–||5——-|——–|——–|——–|
play fig. 1 twice (once without bass, once with bass).
For prechorus parts play fig. 1 twice for each time.
chorus parts –
..Fig. 2
e|——–||——–|——–|——–|
B|——–||——–|——–|——–|
G|——–||——–|——–|——–|
D|——–||——–|——–|5753—-|
A|x-0x550x||5-0-004-|x-0x440x|5753543-|
E|x-0x330x||3-0-002-|x-0x220x|—-543-|
play fig. 2 four times for each chorus.
after first chorus play –
.. . . . . .(fig. 1 starts for prechorus 2)
e|——–||——–|——–|——–|——–|
B|——–||——–|——–|——–|——–|
G|——–||——–|——–|——–|——–|
D|——–||——–|-Let—-|——–|——–|
A|——–||7——-|-Ring—|——–|——–|
E|——–||5——-|——–|——–|——–|
then play fig. 1 twice as interlude, then twice again for prechorus 2.
after chorus 2 play bridge part.
play fig. 3 over the bridge parts –
..Fig. 3( a )
..A5 . . . . . . F5. . . . . . . . . . E5. . . . . . .F5 . . . . . . . . .
e|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
D|——–|——–|——–|3–5—-||——–|——–|——–|35320-2-|
A|7——-|——3-|–3-3-3-|——–||2——-|–2-2-3-|——–|35320-2-|
E|5——-|——1-|–1-1-1-|——–||0——-|–0-0-1-|——–|——–|
..Fig. 3( b )
..E5 . . . . . . F5. . . . . . . . . . E5. . . . . . .F5 . . . . . . . . .
e|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
D|——–|——–|——–|3–5—-||——–|——–|——–|3—5—|
A|2——-|–2-2-3-|–3-3-3-|——–||2——-|–2-2-3-|——–|3—5—|
E|0——-|–0-0-1-|–1-1-1-|——–||0——-|–0-0-1-|——–|——–|
then fig. 4( a ) twice, fig. 4( b ) twice, fig. 4( c ) three times and finish with fig. 4(d).
..Fig. 4 ( a )
..A5 . .G#5. . . G5 . . . . . . . . .
e|——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–|
D|——–|——–|——–|——–|
A|7-7-7-6-|6-6-6-5-|5-5-5-5-|5-5-5-5-|
E|5-5-5-4-|4-4-4-3-|3-3-3-3-|3-3-3-3-|
..Fig. 4( b )
..A5 . . . G#5. . . . . G5. . . . . .
e|——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–|
D|——–|——–|——–|——–|
A|7-7-x-7-|6-x-6-6-|x-6-5-x-|5-5-x-x-|
E|5-5-x-5-|4-x-4-4-|x-4-3-x-|3-3-x-x-|
..Fig. 4( c )
.. . A5.G#5. . G5 . . F#5 . .G5 . .G#5
e|——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–|
D|——–|——–|——–|——–|
A|x-x-7-6-|x-6-5-x-|5-4-x-4-|5-x-5-6-|
E|x-x-5-4-|x-4-3-x-|3-2-x-2-|3-x-3-4-|
..Fig. 4( d )
.. . A5.G#5. . G5 . . F#5 . .G5 . . .
e|——–|——–|——–|——–|
B|——–|——–|——–|——–|
G|——–|——–|——–|——–|
D|——–|——–|——–|——–|
A|x-x-7-6-|x-6-5555|5544xx44|55xx55xx|
E|x-x-5-4-|x-4-3333|3322xx22|33xx33xx|
Guitar solo (played over fig. 3) –
..(4 measures)
e|-%~-%~-^b~\-^/?-?-?-<-(-|
B|————————|
G|————————|
D|————————|
A|————————|
E|————————|
..(4 measures)
e|-?-<-*———————–|
B|——-”\6–4/6\4————|
G|——————-6-6-6/8-6-|
D|—————————–|
A|—————————–|
E|—————————–|
..(4 measures)
e|——————————————|
B|——————————————|
G|————————————–9br-|
D|6-7-6—————————7-)-7—–|
A|——8-7b-7~-5/7-7-)-7-)-!-)-!———–|
E|——————————————|
.. . . . . . *A.H.
..(4 measures)
e|————————&-(-|
B|——————–&-*—–|
G|-79/^-79/&-79/?-9/?———|
D|—————————-|
A|—————————-|
E|—————————-|
..(4 measures)
e|-((((((((-(\@-@@-@-#-@-@/##-#/&&-(-”-”-”/K-K-|
B|———————————————|
G|———————————————|
D|———————————————|
A|———————————————|
E|———————————————|
..(4 measures)
e|-”JKJ”<———————————-|
B|——-”JKJ”<—————————-|
G|————-?”J”?(———-987———|
D|——————-?”J”?(—-987-78)-78)-|
A|————————-</”—–78)-78)-|
E|—————————————–|
.. . . . . . . . . . . . . . .<*improvised*>
..(4 measures)
e|————————————————–|
B|————————————————–|
G|-9)9—9)9—)!)—)!)—9)9—9)9—)!)—)!)—-|
D|—-)9)—)9)—!)!—!)!—)9)—)9)—!)!—!)!-|
A|————————————————–|
E|————————————————–|
..(4 measures)
e|-@-@-#-#-%-%-^/–”-”-”-”-”-”-”-”-”-|
B|———————————–|
G|-9-9-)-)-@-@-#/–(-(-(-(-(-(-(-(-(-|
D|———————————–|
A|———————————–|
E|———————————–|
legends…
higher frets are indicated as –
10 ) — 15 % — 20 <
11 ! — 16 ^ — 21 ?
12 @ — 17 & — 22 “
13 # — 18 * — 23 J
14 $ — 19 ( — 24 K
b bend half step
r release half step
B bend full step
R release full step
A.H. artificial harmonic
/ slide up
\ slide down
~ vibrato/tremolo
After the solo, play fig. 5 twice.
..Fig. 5
..A5 . . . . . . . . . . . . . . . . . A5. . . . . . . . . . . . . . . . .
e|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
B|——–|—-8—|——–|——–||——–|—-8-B-|~——-|——–|
G|——9-|——–|–7—–|–7—\-||——9-|——–|——–|——–|
D|7——-|——–|——–|——–||7——-|——–|——–|——–|
A|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
E|——–|——–|——–|——–||——–|——–|——–|——–|
.. . . . . . . . . . . . . . . *A.H.
then bridge 2; over the first few measures of fig. 3 (which is to be played over the bridge) play –
e|————————–|
B|-8b–8b-b–)b—!B-R-R-~~-|
G|————————–|
D|————————–|
A|————————–|
E|————————–|
then play fig. 3 twice.
Over the outro, play fig. 6 –
..Fig. 6( a )(4 measures)
e|————————-|
B|————————-|
G|————————-|
D|————————-|
A|—7-8-8/)-)-)-)-)/8-8/7-|
E|-5———————–|
..Fig. 6( b )(4 measures)
e|———————————————|
B|———————————————|
G|———————————————|
D|———————————————|
A|-7x-7x-7-777-7/5-5-5-5/3-333-3/222-200——-|
E|—————————————5/444-|
..Fig. 6( c )(4 measures)
e|——————|
B|——————|
G|——————|
D|——————|
A|-7-7-7-7-7-8-\\-x-|
E|——————|
Then play the first half of fig. 1 four times.
After that over the outro part play this progression –
Am – G – F – G
Am 577555
G 355433
F 133211
only the last time play Am instead of G over the last measure.

Hridoy(হৃদয়) By Adit Ft Elita & Mahadi From The Album Antohin

শিরোনামঃ হৃদয়
কন্ঠঃ এলিটা/মাহাদী
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন (অদিত ফিচারিং এলিটা ও মাহাদী)

হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
কত সাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
স্বপ্নের বুকে আকাশ নদীর কত মাখামাখি
ঘুম হারা দুচোখে তুমিও দেখ নাকি?
মন চায় তোমায় নিয়ে অনুভবে ভাসি
তোমার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...