শিরোনামঃ জোছনার পরে
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পার হাত বাড়াল
হাত বাড়ালে………
আজ বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপন হয়ে……
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রব আমি।(২)
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে
আমার নিরবতার ঘুম ভাঙ্গালে
আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে
মেঘদের ছুঁতে পার হাত বাড়াল
হাত বাড়ালে………
আজ বহু দূরে হেঁটে যাব বলে
নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে
আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে
আমার না ঘুমের স্বপন হয়ে……
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি
জোছনারই গল্প শেষে পাশে রব আমি।(২)
আমার থেমে থাকা সব আঁধার চিরে
আমার ভেতরে আজো বৃষ্টি ঝরে(২)
No comments:
Post a Comment