শিরোনামঃ স্বাধীনতার প্রান্তরে
কন্ঠঃ এমিল
কথাঃ মাইকেল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে বেঁচে থাকা
জীবনের চলাচলে হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা
ছিঁড়ে দাও এই শিকল যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে
ভেঙে ফেল এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে ভেসে যাওয়া
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন
কন্ঠঃ এমিল
কথাঃ মাইকেল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে বেঁচে থাকা
জীবনের চলাচলে হারিয়ে যেয়েও নিজেকে খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা
ছিঁড়ে দাও এই শিকল যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে
ভেঙে ফেল এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে ভেসে যাওয়া
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন
No comments:
Post a Comment