শিরোনামঃ আরেকবার
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা, হাসিব ফিরোজ
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা
আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা, হাসিব ফিরোজ
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা
আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
No comments:
Post a Comment