শিরোনামঃ নিঝুম রাত
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে।
সর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
সর্গতো তোমার মাঝে কেন মিছে খুজি।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
আমার পৃথিবী নিতে পারো আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকে এঁকে চলি মেঘের রঙ্গে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ গড়বো বাংলাদেশ
ইচ্ছে করে আজ ছুটে বেড়াই আকাশ পানে
যেথায় সবাই স্বপ্ন কেনে মনের দামে।
সর্গ ছুঁতে ইচ্ছে হলে ভাবতে বসি আমি
সর্গতো তোমার মাঝে কেন মিছে খুজি।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
আমার পৃথিবী নিতে পারো আজ তোমার হাতে
জোছনা হয়ে এসো আমার নিঝুম রাতে
অচেনা সব অনুভূতি রঙ্গিন দেয়ালে
তোমাকে এঁকে চলি মেঘের রঙ্গে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
তোমার স্পর্শ পাই, শেষ বিকেলের আলোর মাঝে
আঁধারে হারাই, তারার সাথে আঁধার রাতে।
No comments:
Post a Comment