Friday 25 November 2016

Poth by Minar Rahman

 Poth (Full version)
হঠাৎ চমকে দেখি ধুসর প্রহেলিকা
অবাক থমকে দেখি মোহের মরিচিকা
আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে
কিছু রাত কিছু দিনের ভিড়ে
কিছু সন্ধ্যা কোন অবুঝ দুপুরে
তবু শেষ বিকেলের প্রহরে হারিয়ে
কোথায় সব স্মৃতির কবিতা
সব সুরের আজ ঘরে ফেরা
আমি মিশে যাব আজও হায় জড়িয়ে......♫♫

প্রতি ঈদেই ফ্যানদের জন্য এক্সক্লুসিভ কিছু রাখি।
আপনাদের জন্য এই ঈদের বেস্ট উপহার মিনারের "পথ" ফুল ভার্সান !
মার্চ মাসে গানটার হাফ ভার্সান শেয়ারের পর প্রচুর মেসেজ পেয়েছি ফুল ভার্সানের জন্য। ফ্যানদের আক্ষেপ দীর্ঘ থেকে দীর্ঘতরও হচ্ছিলো।
আশা করি এবার মন ভরে গানটা শুনতে পারবেন।
Name: Poth (Ice Cream Movie)
Lyrics,tune & Singer: Minar Rahman
Music: Sajid Sarker

Bristi by Armeen Musa

শুরু আজ নতুন পথ মধুর
হৃদয়ে বাসনা বিধুর
জানিনা কেন মনও অধীর
ছুয়ে যাই তোমায় খুজে নিই
বৃষ্টির ফোটায় ফোটায় পড়ে
নিঃশ্বাসে তোমার ফুল
নিয়ন আলোর ছায়ায় বলো
কিভাবে হবে ভুল
আজ প্রান চলেছে সুদূর
শুরু আজ নতুন পথ মধুর
হৃদয়ে বাসনা বিধুর
জানিনা কেন মনও অধীর
ছুয়ে যাই তোমায় খুজে নিই...........♫♫
আরমিন মুসা অনেকদিন পর একটা ভালো গান উপহার দিলেন। বৃষ্টির দিনগুলোতে এই গানটা শ্রোতাদের নস্টালজিক করে দেবে। চমৎকার গায়কির সাথে কিছু চমৎকার কথার মেলবন্ধন। গানটার কম্পোজিসান করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
আইসক্রিম মুভির গান। রুচিশীল গানের শ্রোতাদের ভাল লাগবেই।
Song: Bristi
Singer: Armeen Musa
Composer: Fuad
Movie: Ice-cream

Dhire dhire by habib

ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষন রও না সময়
একটু পরে যাও.........

জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি আর অনেক কাঁদা
তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে
করবো একটু বাড়াবাড়ি
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আরেকটুক্ষন রও না সময়
একটু পরে যাও......
গানঃ ধীরে ধীরে
কথাঃ অনম বিশ্বাস
সুরঃ, সংগীত এবং কন্ঠঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ আয়নাবাজি

Eto prosner chorachori (Rock version) by Adit & Towfique Ahmed

এত প্রশ্নের ছড়াছড়ি
উত্তর কেন মেলেনা
অশ্রু প্লাবনে কেন আগুন জ্বলেনা
এত স্বপ্নের হাতছানি ধরতে সবাই পারেনা
কানামাছি কে জানে
কেন পিছু ছাড়ে না
লাভ কিছু ঘটে যায় কার ইশারায়
রক্তের হলি খেলা কার ইশারায়
জীবনটা এলোমেলো কার ইশারায়
চারিদিকে হায় হায় কার ইশারায়
হে মহান শক্তিমান! তোমার কাছে চাই পরিত্রান!
হে মহান শক্তিমান! ঝড়ের আঘাতে জ্বালাও প্রান!

.................................................................................
Song: Eto prosner chorachori (Rock version)
Singer: Adit & Towfique Ahmed

Chatok pakhi (Lalon song) by Arnob

চাতক পাখির এমনি ধারা
তৃষ্ণায় জীবন যায় গো মারা
অন্য বারি খায় না তারা
মেঘের জল বিনে।।

মন হয়েছে পবন গতি
উইড়া বেড়ায় দিবারাতি
ফকির লালন বলে গুরুর প্রতি
মন রয় না সুহালে।
অমৃত মেঘের বারি
মুখের কথায় কি মেলে
চাতক স্বভাব না হলে................♫♫
Song: Chatok pakhi (Lalon song)
Singer: Arnob
Movie: Kalkata calling

Khoj by Minar Rahman

জানিনা আমি কে তুমি
থাকো কোথায়?
অচেনা থেকেই মিশেছো ভাল লাগায়
আছি আমি তোমার খোজে
জানিনা পাবো কিনা খুজে
পৃথিবীটা গোল দেখা হতে পারে
আছি আমি সেই আশায়
বাচিয়ে রেখেছেে এই আশাটা
এখনো যে আমায়..............♫♫

Song : Khoj
Singer : Minar Rahman
Music : Rezwan Sheikh
Lyricist : Snahashish Ghosh
Telefilm: Feelings

Bhul Bhalobasha by Tahsan

মাঝে মাঝে এই আমি
অন্য আমি হয়ে যাই
নিজের ছায়া আড়াল করে
অন্য ছায়া ছুতে চাই
জানি এই আবেগ মিথ্যে
ঘুরপাক শুন্য বৃত্তে
ভুল ভালোবাসায় নিজেকে ভাসাই ডুবাই........♫♫

Name: Bhul Bhalobasha
Singer: Tahsan
Lyrics: Robiul Islam Jibon
Music Composer: Arafat Mohsin
Film: IceCream

Dure jeo na by Adit & Dola

যত দূরেই যাও তুমি
ভালোবেসে যাব
তুমিহীনা এমনই মায়া
কোথা খুজে যাব?
মানে না মন কিছুতেই আর
শোনেনা বারণ কিছুতেই আর
দূরে যেওনা তুমি...দূরে যেওনা......♫♫

আমাদের মুভির গানগুলোর কম্পোজিশান ধীরে ধীরে একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাচ্ছে। "আদি"র গানগুলো শুনলে বোঝা যায়। অদিতের কম্পোজিশানে Track গুলো মুগ্ধ হওয়ার মত। আশা করছি গানগুলোর মত মুভিটাও ফাটাফাটি হবে।
Song: Dure jeo na
singer: Adit & Dola
composer: Adit
album: AADI

protisruti by ark

কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে
আলতো আলতা… নূপুরের সাজে
লাল টুকটুক শাড়ীর আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়।
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক………….
শিরোনামঃ প্রতিশ্রুতি
ব্যান্ডঃ আর্ক

Deyale Deyale by Minar Rahman

বলনা কেন তুমি বহুদূর
কেন আমি একা
হৃদয়ে ভাঙ্গচুর
জানোনা তুমিহীনা এই আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামেনা রোদ্দুর
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি.....♫♫

Song: Deyale Deyale
Tune and vocal: Minar Rahman
Words: Robiul Islam Jibon
Music Arrangement: Emon Chowdhury

Tin Porateo khati hole na (Lalon song) by Syed Sujan

না জানি কপালে তোমার কী আছে তাও বুঝলে না
তিন পোড়াতেও খাঁটি হলে না।
লোহা জব্দ কামারশালে
যে পর্যন্ত থাকে জ্বালে
স্বভাব যায় না তা মারিলে
তেমনি মন যেন একজনা।
অনুমানে জানা গেল
চুরাশি ফের পড়িল
আর কবে কী করবি বল
রঙমহলে পরলো হানা।।
দেব-দেবতার বাসনা হয়
মানবজনম লইবার আশায়
লালন কয় সে মানব হয়ে
মানুষের কর্ম করলে না।
.......................................................................
নিঃসন্দেহে লালনের গানের অসাধারণ কভার! গায়ক সুজনকে স্যালুট।
লালনের গান সবসময়ই ভাবনার উদ্রেগ করতে সক্ষম।তাঁর রহস্যময় ভাবনা-চিন্তা নানান রুপ-রস-রঙ্গে নানান গানে এসেছে।
লালন শাহ বাংলা লোকসাহিত্যের এমন এক উজ্জ্বল তারকা যিনি তাঁর গানে অজস্র উপমা ব্যবহার করেছেন। লোকসাহিত্যে তাঁর মত প্রতিভা খুব কমই জন্মেছে।
এই গানটি তেমন কাউকে গাইতে দেখিনি। খুব অপ্রচলিত একটি গান।
অসাধারণ গায়কির সাথে, অসাধারণ ব্যাঞ্জো আপনাদের নিয়ে যাবে বহুকাল আগে জন্ম নেয়া এক সাধক পুরুষের রহস্যময় ভুবনে।
লালন ফকিরের বিচিত্র ভুবনে আপনাদের আমন্ত্রন.........।
Song:Tin Porateo khati hole na (Lalon song)
Singer: Syed Sujan
Banjo: Syed sujan
Mix & master : Syed Sujan

zabar bela by sotta

যাবার বেলা শোনাবো না
বিদায়ের বিরহ কথা
আজ বিকেলটাকেও হতে দেবো না মলিন,
বুঝতে দেবো না শূণ্যতা ।
মনে আছো মনে-ই রবে
শুভকামনা তোমাকে
যেখানেই যাও জানি রোমন্থন করবে ।
বেলা শেষে শতরঙা আকাশ
হাজার তাঁরার আবেশ
তুমি জোছনা হয়ে আলো ছড়িয়ে
এখানেই জানি ভিড়বে ।
গানঃ যাবার বেলা
ব্যান্ডঃ সত্তা
ভোকালঃ আতিক মাহমুদ

Age zodi jantam by Leemon

Tribute to Lucky Akhand | Leemon | New version
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও মন রে…
কিসের তরে রয়ে গেলি তুই !

বলেছিলি তুই যে আমায়
আমি নাকি ভুলে যাবো
ভুলে আমি ঠিকই তো যেতাম,
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে ।।
তাই তোকে আর ভোলা হলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না ।
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না

Tajmahal (Unreleased) by Poonam

যুগে যুগে প্রেম অনলে
ধ্বংস মানব জীবন
মহল প্রেমিক কৃর্তি গড়ে
পোড়া কপালের মরণ
দেখো শত ঘর ভেঙ্গে ভেঙ্গে
এক মহল গড়ে গড়ে
কত হাজার মানুষ মানুষ ধ্বংস নিমিশে.........♫♫.

Song: Tajmahal (Unreleased)
Singer: Poonam
Composer: Fuad

Akasher Mon Bhalo Nei By Prometheus

গোলাপের ভ্রমর গেছে বৃন্দাবনে নিমন্ত্রনে
সাদা রং পায়রা গুলো নেই তো আর আমার সনে
প্রজাপতির পাখনা জুড়ে বাউলা বাতাস বহে না
শান্ত নদীর শান্ত ঢেউয়ে চাঁদ কথা বলে না
মন মাঝে মেঘ জমেছে রংধনু জাগে না
আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই.............

Akasher Mon Bhalo Nei By Prometheus

Obosh Prolap by Stone

সময়টা আজ কেমন যেন সবকিছু এলোমেলো
নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো
ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই
স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়.....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমাই ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি
নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি
বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা
ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা
কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমায় ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে.......
Song: Obosh Prolap
Band: Stone

attokothon by Nonsense rhymes

নীলে স্তব্দ কিছু ছায়া
মনে কি যে অধির মায়া
এই সত্য প্রহরে
তবু স্বপ্ন সত্য রয়
মনে কিছু ভয় সেই ফেলে আসা অতীতে
তবুও গাইছি গান নিজের জন্য আমি
আঁকছি ছবি নিজের রঙে আমি
ছুটছি আজও কিসের পিছে জানিনা
তবু সন্ধ্যা নামে আমার চোখে আজও
রাত্রি দেখি ভীষণ ভাবে কালো
আলো ছায়ার খেলা থামে না .....................

আত্মকথন by Nonsense rhymes
Lyric & Tune : Touhid
Vocal: Nosib Ponchom Zehadi & Touhid
Guitar: James Rafi Hetfield
Music Composition: Robayat Ferdous Saikot.

Tumi acho tai (GP version) by Tahsan

ভোরের আলোয় খুজে ফিরি
প্রণয়েরই মাঝে তুমি
তোমায় ঘেরা স্বপ্নপুরি
আমার লেখা শব্দগুলি
ওহ তুমি কি আমার প্রিয় অভিমান।

তোমায় ভেবে যাই
তোমায় হয়ে যাই
তোমায় খুজে যাই
তুমি আছো তাই.....................।
কথা, সুর এবং গায়কি মিলে বেশ শ্রুতিমধুর গান। নিঃসন্দেহে কম্পোজার নাভেদের বেস্ট কম্পোজিসান। লিরিক্স যিনি লিখেছেন উনার নামও তাহসান। :)
আশা করি শ্রোতারা গানটি খুব পছন্দ করবেন।
Song: Tumi acho tai (GP version)
singer: Tahsan
composer: Naved
lyrics: Tahsan shuvo

Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno] by Tamim Mridha & Sumaiya Pehnaz Upama

ঘুমের আলসেমিতে ... আমার পিঠে তুই ,
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি ।

মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
Song: Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno]
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez

Ami ghorer baire by Leemon

আমি ঘরের হইনি বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই
দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই
একটা গান সুরে
আমি তোমায় ভুলে বলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা জানে।

আকাশ সেথা মেশে আমার পাশের গাঁয়ে
সেথা বাতাস বলেছে আমার কানে কানে
আমি খুঁজিনি কখনো আকাশের মানে
তাই তোমার হইনি আকাশটা জানে।
Singer: Leemon

VABCHO NIJEKE DUR by Russo Reza

ভাবছো নিজেকে দূর আমার চেয়ে
যদিও তুমি দূর আমার চেয়ে
মুখে হাসি লেগে আছে
স্বপ্নের দার খুলে
জানি তুমি স্বপ্নে দেখেছো রাতে
খুব কাছেই পেয়েছিলে জানি আমায়
যদিও দূর.....................

song:VABCHO NIJEKE DUR
singer: Russo Reza
Music:club 9
tune: K.Zia

I Love you.......I Love you by Grash

জোছনা রাত মায়াবি রাত
তন্দ্রাহারা তুমি আমি
নিরবতায় ছেয়েছে রাতের আকাশ
নির্বাক কেনো তুমি আমি
হাতে হাত রেখে চোখে রেখে চোখ
এসোনা আরও কাছাকাছি
চিরজীবন এমনি করে রবো
দুজন পাশাপাশি
I Love you.......I Love you

Song: I Love You
Movie: Grash
Singer: Tanvir Ahmed Rossi and Rubaiyat Upoma
Lyrics: Mariya Tushar
Tune & Music: Naved Parvez

Obakto Golpo by Tahsin Ahmed

বলবো আজ তোমায় কিছু কথা,
সে যে আমার অব্যাক্ত গল্প
ভালোবাসাটাই ছিল যে বেশী
অভিমানটা সেখানে অল্প।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি বহুদুরে গড়তে নতুন কোনো জীবনের স্বপ্ন ,
তাই বলে ভুল ভেবোনা এই আমায়,
এ হৃদয় যে এখনো তোমার ভালবাসায় পূ্র্ণ......
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি অপরাধী করে তোমায় একাকী,দিয়ে কষ্টরাশি
তবুও অসহায় হয়ে এখনো বলে যাই
ভালবাসি তোমায় সত্যি অনেক বেশী।।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।
Title: Obakto Golpo
Lyrics: Fatema Nazneen Panna
Vocal,Tune & Composition: Tahsin Ahmed
Album: Tahsin & Trackz Volume 2- অব্যক্ত গল্প

bKash Anthem by Mithun chakra

যেখানে যাও যে পথে চাও
চোখ মেলে যেদিকে তাকাও
আছি বন্ধু আছি তোমাদের পাশে
স্বপ্নকারিগর হয়ে তোমাদের কাছে
এসো সময়ের সাথে জিতে নিই সব
নিবেদিত প্রানে চলো তুলি কলরব
আমরাই পেরেছি আমরাই পারবো
বিকশিত দেশ আমরাই গরবো.........


 song: bKash Anthem
singer: Mithun chakra
composer: Habib Wahid

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...