Friday, 25 November 2016

Obosh Prolap by Stone

সময়টা আজ কেমন যেন সবকিছু এলোমেলো
নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো
ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই
স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়.....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমাই ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি
নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি
বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা
ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা
কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে....
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমায় ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে.......
Song: Obosh Prolap
Band: Stone

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...