Poth (Full version)
হঠাৎ চমকে দেখি ধুসর প্রহেলিকা
অবাক থমকে দেখি মোহের মরিচিকা
আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে
কিছু রাত কিছু দিনের ভিড়ে
কিছু সন্ধ্যা কোন অবুঝ দুপুরে
তবু শেষ বিকেলের প্রহরে হারিয়ে
কোথায় সব স্মৃতির কবিতা
সব সুরের আজ ঘরে ফেরা
আমি মিশে যাব আজও হায় জড়িয়ে......♫♫
প্রতি ঈদেই ফ্যানদের জন্য এক্সক্লুসিভ কিছু রাখি।
আপনাদের জন্য এই ঈদের বেস্ট উপহার মিনারের "পথ" ফুল ভার্সান !
মার্চ মাসে গানটার হাফ ভার্সান শেয়ারের পর প্রচুর মেসেজ পেয়েছি ফুল ভার্সানের জন্য। ফ্যানদের আক্ষেপ দীর্ঘ থেকে দীর্ঘতরও হচ্ছিলো।
আশা করি এবার মন ভরে গানটা শুনতে পারবেন।
Name: Poth (Ice Cream Movie)
Lyrics,tune & Singer: Minar Rahman
Music: Sajid Sarker
হঠাৎ চমকে দেখি ধুসর প্রহেলিকা
অবাক থমকে দেখি মোহের মরিচিকা
আমি ভুল পথের ঠিকানায় দাঁড়িয়ে
কিছু রাত কিছু দিনের ভিড়ে
কিছু সন্ধ্যা কোন অবুঝ দুপুরে
তবু শেষ বিকেলের প্রহরে হারিয়ে
কোথায় সব স্মৃতির কবিতা
সব সুরের আজ ঘরে ফেরা
আমি মিশে যাব আজও হায় জড়িয়ে......♫♫
প্রতি ঈদেই ফ্যানদের জন্য এক্সক্লুসিভ কিছু রাখি।
আপনাদের জন্য এই ঈদের বেস্ট উপহার মিনারের "পথ" ফুল ভার্সান !
মার্চ মাসে গানটার হাফ ভার্সান শেয়ারের পর প্রচুর মেসেজ পেয়েছি ফুল ভার্সানের জন্য। ফ্যানদের আক্ষেপ দীর্ঘ থেকে দীর্ঘতরও হচ্ছিলো।
আশা করি এবার মন ভরে গানটা শুনতে পারবেন।
Name: Poth (Ice Cream Movie)
Lyrics,tune & Singer: Minar Rahman
Music: Sajid Sarker
No comments:
Post a Comment