Friday, 25 November 2016

Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno] by Tamim Mridha & Sumaiya Pehnaz Upama

ঘুমের আলসেমিতে ... আমার পিঠে তুই ,
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি ।

মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
Song: Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno]
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...