ঘুমের আলসেমিতে ... আমার পিঠে তুই ,
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি ।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
Song: Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno]
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez
ঘুম থেকে উঠতে অভিমানে ... তোকে ছুঁই
আমার কাঁধে স্পর্শ করে তোর নিশ্বাস গুলি ,
যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি ।
মেঘের কোনে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই
আয় এ মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ।
Song: Dur Akhash Chui [ Ost From Laal Ronga Swapno]
Singer : Tamim Mridha & Sumaiya Pehnaz Upama
Tune & Composition : Tahsin Ahmed
Lyrics: Tonmoy Parvez
No comments:
Post a Comment