Friday, 25 November 2016

Deyale Deyale by Minar Rahman

বলনা কেন তুমি বহুদূর
কেন আমি একা
হৃদয়ে ভাঙ্গচুর
জানোনা তুমিহীনা এই আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামেনা রোদ্দুর
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি.....♫♫

Song: Deyale Deyale
Tune and vocal: Minar Rahman
Words: Robiul Islam Jibon
Music Arrangement: Emon Chowdhury

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...