বলনা কেন তুমি বহুদূর
কেন আমি একা
হৃদয়ে ভাঙ্গচুর
জানোনা তুমিহীনা এই আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামেনা রোদ্দুর
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি.....♫♫
Song: Deyale Deyale
Tune and vocal: Minar Rahman
Words: Robiul Islam Jibon
Music Arrangement: Emon Chowdhury
কেন আমি একা
হৃদয়ে ভাঙ্গচুর
জানোনা তুমিহীনা এই আমার
স্বপ্ন মেঘে ঢাকা
নামেনা রোদ্দুর
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি.....♫♫
Song: Deyale Deyale
Tune and vocal: Minar Rahman
Words: Robiul Islam Jibon
Music Arrangement: Emon Chowdhury
No comments:
Post a Comment