বলবো আজ তোমায় কিছু কথা,
সে যে আমার অব্যাক্ত গল্প
ভালোবাসাটাই ছিল যে বেশী
অভিমানটা সেখানে অল্প।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি বহুদুরে গড়তে নতুন কোনো জীবনের স্বপ্ন ,
তাই বলে ভুল ভেবোনা এই আমায়,
এ হৃদয় যে এখনো তোমার ভালবাসায় পূ্র্ণ......
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি অপরাধী করে তোমায় একাকী,দিয়ে কষ্টরাশি
তবুও অসহায় হয়ে এখনো বলে যাই
ভালবাসি তোমায় সত্যি অনেক বেশী।।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।
Title: Obakto Golpo
Lyrics: Fatema Nazneen Panna
Vocal,Tune & Composition: Tahsin Ahmed
Album: Tahsin & Trackz Volume 2- অব্যক্ত গল্প
সে যে আমার অব্যাক্ত গল্প
ভালোবাসাটাই ছিল যে বেশী
অভিমানটা সেখানে অল্প।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি বহুদুরে গড়তে নতুন কোনো জীবনের স্বপ্ন ,
তাই বলে ভুল ভেবোনা এই আমায়,
এ হৃদয় যে এখনো তোমার ভালবাসায় পূ্র্ণ......
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।।
হয়তো আজ আমি অপরাধী করে তোমায় একাকী,দিয়ে কষ্টরাশি
তবুও অসহায় হয়ে এখনো বলে যাই
ভালবাসি তোমায় সত্যি অনেক বেশী।।
ফুরাবেনা এই ভালবাসার অনুভূতি
যদি নাও থাকি আমি, থেকে যাবে সবই হয়ে রঙ্গিন স্মৃ্তি।
Title: Obakto Golpo
Lyrics: Fatema Nazneen Panna
Vocal,Tune & Composition: Tahsin Ahmed
Album: Tahsin & Trackz Volume 2- অব্যক্ত গল্প
No comments:
Post a Comment