Wednesday 13 July 2016

গুটি: পুনর্জন্ম(Album-ক্যানসারের নিশিকাব্য,Word & Tune-Bassbaba)

হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আবার
ভেবেছিলে কি থেমে গেছে তোমার গুটির জবাব
ফোকলা দাতের কুৎসিত হাসি আবার আয়নায় দেখো
ভেবেছিলে কি থেমে গেছি আমি
খেলা সবে শুরু হলো
হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আমি
গুটি চেলে খেলে দিয়ে হতে চাও
সবার চোখে দামি
সম্মান কি টাকা দিয়ে মেলে
সবাই কি বোকা নাকি
চোখের সামনে তুমি বস পিছনে হাসাহাসি
ভেবেছিলে রাখবে আটকে আমায়
কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে
মনে রেখো দিন বদলায়
নতুন সূর্যের উদয়, পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়
আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ
দেখবে তোমার চেহারা সব মানুষ
নর্দমায় হারাবে তোমার গুটি
আমি নতুন প্রজন্মের কবি
হে হে শুনছো আমায় ডাকছি তোমায় আবারো
বয়স তো কম হলো না
পরকাল নিয়ে ভাবো
অনেক তো হল গুটিবাজি করবে আর কত হালুম আজ হয়ে গেছে বেমালুম
হা-হা হাসির পাত্র
আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন আমি তোমার চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম
মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা তো এখন পায়ের নিচেই গুটি চালতে এখন কেমন লাগে
Vocal,Bass-Bassbaba Guitar,Piano-Shishir Drums,Guitar-Mark

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...