Showing posts with label Rayhan Sharif. Show all posts
Showing posts with label Rayhan Sharif. Show all posts

Thursday, 22 October 2015

Adharer kosto By Rayhan Sharif

Title : Adharer Kosto (আঁধারের কষ্ট)
Artist : Raihan Sharif (রায়হান শরীফ)
Album : Pothchola (পথচলা)
Download :Adharer Kosto By Raihan Sharif

সৃষ্টির চোখে বৃষ্টি
পথ চেয়ে তার দৃষ্টি,
মনে তার সংশয় বাঁধা মানে না ।
স্রষ্টার কাছে বায়না
কেনো সে ফিরে আসেনা,
নিয়তির কাছে থেমে যায় কোনো ছলনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।

পথ ভুলে ভেসে যায়
চেনা কোনো ভাবনায়,
কুড়ে কুড়ে হয়ে ছায় নিভে যায় ।
ঝিরিঝিরি কাটেনা
মিথ্যার মোহনায়,
চোখে কেনো ঘুম আসেনা ।

কাটেনা কেনো ক্লান্তি
আসেনা কেনো শান্তি,
সময়ের হাতে বাঁধা দেয় কভু দেয় না ।
অশুভ কোনো শক্তি
পুরোনো কোনো ভিতি,
চলে যায় থেমে যায় কেউ দেখেনা ।

দিন যায়, রাত যায়
শহরের জানালায়,
রয়ে যায় দুঃখ মুছেনা ।
আঁধারের কষ্টে ছুয়ে যায় বেদনা
তবে কি পাবোনা ঠিকানা ।।।

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...