নীলে স্তব্দ কিছু ছায়া
মনে কি যে অধির মায়া
এই সত্য প্রহরে
তবু স্বপ্ন সত্য রয়
মনে কিছু ভয় সেই ফেলে আসা অতীতে
তবুও গাইছি গান নিজের জন্য আমি
আঁকছি ছবি নিজের রঙে আমি
ছুটছি আজও কিসের পিছে জানিনা
তবু সন্ধ্যা নামে আমার চোখে আজও
রাত্রি দেখি ভীষণ ভাবে কালো
আলো ছায়ার খেলা থামে না .....................
আত্মকথন by Nonsense rhymes
Lyric & Tune : Touhid
Vocal: Nosib Ponchom Zehadi & Touhid
Guitar: James Rafi Hetfield
Music Composition: Robayat Ferdous Saikot.
মনে কি যে অধির মায়া
এই সত্য প্রহরে
তবু স্বপ্ন সত্য রয়
মনে কিছু ভয় সেই ফেলে আসা অতীতে
তবুও গাইছি গান নিজের জন্য আমি
আঁকছি ছবি নিজের রঙে আমি
ছুটছি আজও কিসের পিছে জানিনা
তবু সন্ধ্যা নামে আমার চোখে আজও
রাত্রি দেখি ভীষণ ভাবে কালো
আলো ছায়ার খেলা থামে না .....................
আত্মকথন by Nonsense rhymes
Lyric & Tune : Touhid
Vocal: Nosib Ponchom Zehadi & Touhid
Guitar: James Rafi Hetfield
Music Composition: Robayat Ferdous Saikot.
No comments:
Post a Comment