Friday, 25 November 2016

Ami ghorer baire by Leemon

আমি ঘরের হইনি বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই
দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই
একটা গান সুরে
আমি তোমায় ভুলে বলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা জানে।

আকাশ সেথা মেশে আমার পাশের গাঁয়ে
সেথা বাতাস বলেছে আমার কানে কানে
আমি খুঁজিনি কখনো আকাশের মানে
তাই তোমার হইনি আকাশটা জানে।
Singer: Leemon

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...