Friday, 25 November 2016

protisruti by ark

কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে
আলতো আলতা… নূপুরের সাজে
লাল টুকটুক শাড়ীর আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়।
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক………….
শিরোনামঃ প্রতিশ্রুতি
ব্যান্ডঃ আর্ক

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...