কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে
আলতো আলতা… নূপুরের সাজে
লাল টুকটুক শাড়ীর আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়।
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক………….
শিরোনামঃ প্রতিশ্রুতি
ব্যান্ডঃ আর্ক
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে
আলতো আলতা… নূপুরের সাজে
লাল টুকটুক শাড়ীর আঁচল
মমতার পাড় ছুঁয়ে যায়।
বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি
জাগিয়ে নেশার জ্যোতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক ক্ষনে…তোমারি বিহনে
আমারই প্রতিশ্রুতি।
রুদ্ধশ্বাসে অপরূপা বেশে
ছুটেছিলে লাজে অতি।
কোন এক………….
শিরোনামঃ প্রতিশ্রুতি
ব্যান্ডঃ আর্ক
No comments:
Post a Comment