শিরোনামঃ পথের শিল্পী
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
অ্যালবামঃ শত আশা
কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত
কারও কারও স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত
ওদের কথা বলা থাকে পথের সব ধুলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে
কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু
নিজের জন্যে কখনো সুখের পায়না ধরা ওদের মুঠো
তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
অ্যালবামঃ শত আশা
কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত
কারও কারও স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত
ওদের কথা বলা থাকে পথের সব ধুলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে
কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু
নিজের জন্যে কখনো সুখের পায়না ধরা ওদের মুঠো
তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো
No comments:
Post a Comment