Tuesday, 27 December 2011

Pother Shilpi(পথের শিল্পী) By Shunno From The Album Shoto Asha

শিরোনামঃ পথের শিল্পী
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
অ্যালবামঃ শত আশা
কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত
কারও কারও স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত
ওদের কথা বলা থাকে পথের সব ধুলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে
কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু
নিজের জন্যে কখনো সুখের পায়না ধরা ওদের মুঠো
তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো

No comments:

Post a Comment

Ek potaka tolo by Habib

যতই গভীর দেখ রাতের আঁধার কেন ভাব সে ঘোর কাটবেনা আর যতই স্রোতের হোক সে নদী অপার আমাদের থেকে জোর কে পারে সাঁতার তফাৎ অনেক আছে জানি আছে দূ...